০৫:০৫ অপরাহ্ন, রবিবার, ০৭ জুলাই ২০২৪

নতুন কর্মসূচি ঘোষণা ‍দিয়েছে কোটা আন্দোলনকারীরা

টানা তৃতীয় দিনের মতো কোটা বাতিলের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। চলমান রয়েছে রাজধানীর শাহবাগে অবরোধ কর্মসূচিও। এদিকে, কোটা পুনর্বহাল রায়ের প্রতিবাদে ও চাকরিতে কোটা বাতিলের দাবিতে নতুন করে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগ মোড়ে চার দফা দাবিতে চলমান অবরোধ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী শনিবার (৬ জুলাই) সারাদেশে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। এর আগে শুক্রবার (৫ জুলাই) অনলাইন ও অফলাইনে গণসংযোগ করা হবে। এছাড়া আগামী রবিবার (৭ জুলাই) সব ধরনের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

অন্যান্যদিন দুপুর আড়াইটা থেকে আন্দোলন শুরু করলেও বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল থেকে বিভিন্ন হলের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিল্ডিংয়ের সামনে জড়ো হতে থাকে। সেখান থেকে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেন। সন্ধ্যা ৬টার দিকে পরবর্তী তিন দিনের কর্মসূচি ঘোষণা দিয়ে রাজু ভাস্কর্যের দিকে পদযাত্রা করেন তারা।

‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘কোটাবৈষম্য নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক’, ‘মেধাবীদের যাচাই করো, কোটাপদ্ধতি বাতিল করো’, ‘আঠারোর হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’ ইত্যাদি স্লোগান দিয়ে শিক্ষার্থীরা কোটা পুনর্বহালের প্রতিবাদ জানায়। এছাড়াও বিভিন্ন গানের মাধ্যমে তারা কোটা ব্যবস্থার নিন্দা জানাতে থাকেন। এছাড়াও দু’জন শিক্ষার্থীকে খালি গায়ে বুকে ও পিঠে কোটাবিরোধী স্লোগান লিখে আন্দোলনে অংশ নিতে দেখা যায়।

তাদের অবস্থানের কারণে আগের দিনগুলোর মতোই শাহবাগ মোড়ে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ফার্মগেট-শাহবাগ, শাহবাগ-পল্টন-মগবাজার রোড, শাহবাগ-সাইন্সল্যাব রোড এবং শাহবাগ- বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথ বন্ধ হয়ে যায়। সাধারণ জনগণকে হেঁটে গন্তব্যের দিকে যেতে দেখা যায়। তবে অ্যাম্বুলেন্সের চলাচলের জন্য শিক্ষার্থীরা জায়গা করে দেয়।

বিক্ষোভ সমাবেশে শুক্রবার, শনিবার ও রবিবারের কর্মসূচি ঘোষণা করে নাহিদ ইসলাম নামে এক শিক্ষার্থী বলেন, শুক্রবার অনলাইন ও অফলাইনে জনসংযোগ করা হবে চার দফা দাবির উপর এবং সারা দেশে সমন্বয় করা হবে; শনিবার বিকেল তিনটায় সকল বিশ্ববিদ্যাল ও কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের হবে এবং এদিন সমাবেশে রবিবারের কর্মসূচি ঘোষণা করা হবে; রবিবার সকল বিশ্ববিদ্যালয় ও কলেজের ক্লাস পরীক্ষা বর্জন করে শিক্ষার্থীদের ধর্মঘট অনুষ্ঠিত হবে।

 

বিজনেস বাংলাদেশ/ফারুক

 

দুই মাসে পিয়াজের দাম বেড়েছে ৮০  শতাংশ , আলু ৫৫ শতাংশ

নতুন কর্মসূচি ঘোষণা ‍দিয়েছে কোটা আন্দোলনকারীরা

প্রকাশিত : ০৮:৩৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪

টানা তৃতীয় দিনের মতো কোটা বাতিলের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। চলমান রয়েছে রাজধানীর শাহবাগে অবরোধ কর্মসূচিও। এদিকে, কোটা পুনর্বহাল রায়ের প্রতিবাদে ও চাকরিতে কোটা বাতিলের দাবিতে নতুন করে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগ মোড়ে চার দফা দাবিতে চলমান অবরোধ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী শনিবার (৬ জুলাই) সারাদেশে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। এর আগে শুক্রবার (৫ জুলাই) অনলাইন ও অফলাইনে গণসংযোগ করা হবে। এছাড়া আগামী রবিবার (৭ জুলাই) সব ধরনের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

অন্যান্যদিন দুপুর আড়াইটা থেকে আন্দোলন শুরু করলেও বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল থেকে বিভিন্ন হলের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিল্ডিংয়ের সামনে জড়ো হতে থাকে। সেখান থেকে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেন। সন্ধ্যা ৬টার দিকে পরবর্তী তিন দিনের কর্মসূচি ঘোষণা দিয়ে রাজু ভাস্কর্যের দিকে পদযাত্রা করেন তারা।

‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘কোটাবৈষম্য নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক’, ‘মেধাবীদের যাচাই করো, কোটাপদ্ধতি বাতিল করো’, ‘আঠারোর হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’ ইত্যাদি স্লোগান দিয়ে শিক্ষার্থীরা কোটা পুনর্বহালের প্রতিবাদ জানায়। এছাড়াও বিভিন্ন গানের মাধ্যমে তারা কোটা ব্যবস্থার নিন্দা জানাতে থাকেন। এছাড়াও দু’জন শিক্ষার্থীকে খালি গায়ে বুকে ও পিঠে কোটাবিরোধী স্লোগান লিখে আন্দোলনে অংশ নিতে দেখা যায়।

তাদের অবস্থানের কারণে আগের দিনগুলোর মতোই শাহবাগ মোড়ে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ফার্মগেট-শাহবাগ, শাহবাগ-পল্টন-মগবাজার রোড, শাহবাগ-সাইন্সল্যাব রোড এবং শাহবাগ- বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথ বন্ধ হয়ে যায়। সাধারণ জনগণকে হেঁটে গন্তব্যের দিকে যেতে দেখা যায়। তবে অ্যাম্বুলেন্সের চলাচলের জন্য শিক্ষার্থীরা জায়গা করে দেয়।

বিক্ষোভ সমাবেশে শুক্রবার, শনিবার ও রবিবারের কর্মসূচি ঘোষণা করে নাহিদ ইসলাম নামে এক শিক্ষার্থী বলেন, শুক্রবার অনলাইন ও অফলাইনে জনসংযোগ করা হবে চার দফা দাবির উপর এবং সারা দেশে সমন্বয় করা হবে; শনিবার বিকেল তিনটায় সকল বিশ্ববিদ্যাল ও কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের হবে এবং এদিন সমাবেশে রবিবারের কর্মসূচি ঘোষণা করা হবে; রবিবার সকল বিশ্ববিদ্যালয় ও কলেজের ক্লাস পরীক্ষা বর্জন করে শিক্ষার্থীদের ধর্মঘট অনুষ্ঠিত হবে।

 

বিজনেস বাংলাদেশ/ফারুক