০৫:২৩ পূর্বাহ্ন, শনিবার, ০৫ অক্টোবর ২০২৪

চতুর্থ দিনের মতো শাহবাগ মোড় অবরোধ করেছে কোটা আন্দোলনকারীরা

প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটা বাতিলের পরিপত্র পুনর্বহালের দাবিতে গত সপ্তাহে পর পর তিন দিন রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে কোটাবিরোধী শিক্ষার্থীরা। এক দিন বিরতি দিয়ে শনিবার (৬ জুলাই) আবারও শাহবাগ মোড় অবরোধ করেছেন তারা৷

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বিক্ষোভ মিছিল শেষে শনিবার বিকেল ৪টার দিকে শাহবাগ অবরোধ করেন তারা৷ এর আগে শনিবার বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ ব্যানারে বিক্ষোভ মিছিল শুরু হয়।

মিছিলটি কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে শুরু হয়ে আজিমপুর, ইডেন কলেজ, হোম ইকোনমিকস কলেজ, নীলক্ষেত মোড় হয়ে আবারও টিএসসি প্রদক্ষিণ করে শাহবাগ মোড়ে এসে শেষ হয়। এ সময় আন্দোলনকারীরা শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান গ্রহণ করেন।

মিছিলটি শাহবাগে আসার আগে থেকেই জাতীয় জাদুঘরের সামনে বিপুলসংখ্যক পুলিশ সদস্য অবস্থান করছিলেন৷ এ সময় আন্দোলনকারীদের একটি অংশও জাদুঘরের সামনের সড়কে মিছিল আসার জন্য অপেক্ষা করছিলেন৷ মিছিলটি চারুকলা অনুষদের সামনে আসতেই অপেক্ষমাণ শিক্ষার্থীরা ৪টা ৩৭ মিনিটে শাহবাগ মোড় অবরোধ করেন৷ এর ঠিক আগেই পুলিশ সদস্যরা শাহবাগের সড়কে অবস্থান নেন৷ তবে তাঁরা আন্দোলনকারী শিক্ষার্থীদের বাধা দেননি৷ মিনিট পাঁচেকের মধ্যে মূল মিছিলটি শাহবাগ মোড়ে অবরোধকারীদের সঙ্গে যোগ দেয়। এরপর তারা বিভিন্ন স্লোগান দিয়ে ৫০ মিনিট এই অবরোধ কর্মসূচি পালন করেন।

বিজনেস বাংলাদেশ/ফারুক

জনপ্রিয়

চতুর্থ দিনের মতো শাহবাগ মোড় অবরোধ করেছে কোটা আন্দোলনকারীরা

প্রকাশিত : ০৬:২৯:২৯ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪

প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটা বাতিলের পরিপত্র পুনর্বহালের দাবিতে গত সপ্তাহে পর পর তিন দিন রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে কোটাবিরোধী শিক্ষার্থীরা। এক দিন বিরতি দিয়ে শনিবার (৬ জুলাই) আবারও শাহবাগ মোড় অবরোধ করেছেন তারা৷

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বিক্ষোভ মিছিল শেষে শনিবার বিকেল ৪টার দিকে শাহবাগ অবরোধ করেন তারা৷ এর আগে শনিবার বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ ব্যানারে বিক্ষোভ মিছিল শুরু হয়।

মিছিলটি কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে শুরু হয়ে আজিমপুর, ইডেন কলেজ, হোম ইকোনমিকস কলেজ, নীলক্ষেত মোড় হয়ে আবারও টিএসসি প্রদক্ষিণ করে শাহবাগ মোড়ে এসে শেষ হয়। এ সময় আন্দোলনকারীরা শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান গ্রহণ করেন।

মিছিলটি শাহবাগে আসার আগে থেকেই জাতীয় জাদুঘরের সামনে বিপুলসংখ্যক পুলিশ সদস্য অবস্থান করছিলেন৷ এ সময় আন্দোলনকারীদের একটি অংশও জাদুঘরের সামনের সড়কে মিছিল আসার জন্য অপেক্ষা করছিলেন৷ মিছিলটি চারুকলা অনুষদের সামনে আসতেই অপেক্ষমাণ শিক্ষার্থীরা ৪টা ৩৭ মিনিটে শাহবাগ মোড় অবরোধ করেন৷ এর ঠিক আগেই পুলিশ সদস্যরা শাহবাগের সড়কে অবস্থান নেন৷ তবে তাঁরা আন্দোলনকারী শিক্ষার্থীদের বাধা দেননি৷ মিনিট পাঁচেকের মধ্যে মূল মিছিলটি শাহবাগ মোড়ে অবরোধকারীদের সঙ্গে যোগ দেয়। এরপর তারা বিভিন্ন স্লোগান দিয়ে ৫০ মিনিট এই অবরোধ কর্মসূচি পালন করেন।

বিজনেস বাংলাদেশ/ফারুক