বাংলাদেশ ব্যাংকে তথ্য পেতে সাংবাদিকরা এখন সরাসরি প্রবেশ করতে পরবেন। কিছুদিনের জন্য প্রবেশে কিছুটা বিধি-নিষেধ থাকলেও এখন আর প্রবেশে সমস্যা নেই বলে জানিয়েছেন ডেপুটি গভর্নর ছাইদুর রহমান।
মঙ্গলার কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
ছাইদুর রহমান, দেশের ইকোনমিক ক্ষতি হয় এমন সংবাদ আপনারা করবে না বলে আশা করি। তবে যেটা দেশের জন্য উপকার হয় সেই নিউজ আপনারা অবশ্যই করবেন।
তিনি বলেন, দেশ থেকে অনেক টাকা পাচার হয়েছে। অন্তর্বর্তীকালিন সরকার গঠন হওয়ার পর তাদের বিষয়ে আপনারা আরও জানতে পারবেন।
তিনি বলেন, আমরা নতুন সরকারের অপেক্ষা করছি। তবে সীমাবদ্ধতা করার কারণে আমরা বিভিন্ন অনিয়মের তথ্য প্রকাশ করতে পারিনি। তবে এখন আমরা সবই তুলে ধরবো। আপনাদের আসা লাগবেনা আমরা আপনাদের কাছে পৌছিয়ে দিব। এদিকে মানসিক দুর্বলতার কারণে আজ বাংলাদেশ ব্যাংকে আসেনি গভর্নর আব্দুর রউফ তালুকদার।
এবিষয়ে ছাইদুর রহমান বলেন, গভর্নর আব্দুর রউফ তালুকদারের সঙ্গে আজকে কথা হয়েছে। মানসিক ভাবে তিনি অসুস্থ আছেন বলে জানিয়েছেন তিনি। এজন্য আজকে অফিস করেছেন না তিনি।
বাংলাদেশ ব্যাংকের আরেক ডেপুটি গভর্নর খুরশীদ আলম বলেন ব্যাংকখাতে কাজ করতে যেয়ে নানা রকমের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। অনেক সময় অনেক গ্রুপের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া যায় না কিংবা নিতে দেওয়া হয় না। তাতে নানা রকমের চাপের মুখোমুখি হতে হয়।”
বাংলাদেশ ব্যাংকের আরেক গভর্নর নুরুন নাহার বলেন, পরিস্থিতি পরিবর্তন ঘটলে আরও অনেক বিষয়ে পরিবর্তন আসে। এখানেও পরিবর্তন আসবে।
এন/আই