র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের( র্যাব) এর ১১তম মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ববার গ্রহণ করেছেন অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমান। বৃহস্পতিবার তিনি দায়িত্ব বুঝে নেন বলে জানিয়েছে র্যাবের আইন ও গণমাধ্যম শাখা। এ কে এম শহিদুর রহমান আগের মহাপরিচালক অতি. আইজিপি ব্যারিস্টার মো.হারুন অর রশিদের স্থলাভিষিক্ত হলেন। এ আগে গত বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে তাকে মহাপরিচালক পদে নিয়োগের বিষয়টি জানানো হয়। এ কে এম শহিদুর রহমান ১৯৯১ সালে বিসিএস ১২তম ব্যাচে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। তার দীর্ঘ বর্ণিল চাকুরি জীবনে বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি পুলিশ সুপার হিসেবে নোয়াখালী, বাগেরহাট,শরীয়তপুর জেলা এবং উপ-পুলিশ কমিশনার হিসেবে ডিএমপি,ঢাকা ও সিএমপি,চট্টগ্রামে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে পুলিশ কমিশনার হিসেবে সিএমপি, চট্টগ্রামে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি ডিআইজি হিসেবে পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা এবং পুলিশ টেলিকম,রাজারবাগ,ঢাকায় দায়িত্ব পালন করেন। বাংলাদেশ পুলিশে অসামান্য অবদান এবং অনন্য সেবাদানের স্বীকৃতিস্বরূপ তিনি “প্রেসিডেন্ট পুলিশ মেডেল” (পিপিএম) পদকে ভূষিত হন। পুলিশের এই কর্মকর্তা বাংলাদেশ মিলিটারী একাডেমী হতে বেসিক মিলিটারি ট্রেনিং কোর্স (বিএমটিসি),বাংলাদেশ পুলিশ একাডেমী,সারদা, রাজশাহী থেকে এক বছর মেয়াদী মৌলিক প্রশিক্ষণ এবং ন্যাশনাল ডিফেন্স কলেজ, ঢাকা হতে ন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি) সম্পন্ন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসএস (সম্মান) এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস থেকে এমএসএস ইন এসডি সম্পন্ন করেন। এছাড়াও তিনি যুক্তরাষ্ট্র,সিঙ্গাপুর এবং অস্ট্রেলিয়া হতে বিভিন্ন কোর্স সম্পন্ন করেন।
০৫:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪
সংবাদ শিরোনাম :
র্যাবের ১১তম নবনিযুক্ত মহাপরিচালক ডিজির দায়িত্ব নিয়েছেন এ কে এম শহিদুর রহমান
- মাসুদ রানা,সিনিয়র রিপোর্টারঃ
- প্রকাশিত : ১১:৩৭:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪
- 44
ট্যাগ :
জনপ্রিয়