০৭:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪
মেয়রের প্রভাব বিস্তার করে সরকারি হাসপাতালে ময়লার ভাগাড়, ভাগাড় বন্ধ চায় ছাত্রজনতা

ডেমরায় ছাত্রদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

ছাত্র আন্দোলন ও শেখ হাসিনা সরকার পতনের পর দীর্ঘদিন যাবত  ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বিভিন্ন ওয়ার্ডের বাসা-বাড়ি, দোকান ও মার্কেটসহ অন্যান্য প্রতিষ্ঠান থেকে ভ্যান সার্ভিসের মাধ্যমে ঠিকমতো  গৃহস্থালির বর্জ্য সংগ্রহ করছে না আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর লাকীর লোকজন।ময়লার বানিজ্য করলেও ঠিকমতো  সেবা পাচ্ছে না জনসাধারণ। ৬৪, ৬৫ ও ৬৬ নং ওয়ার্ডের সংরক্ষিত  মহিলা কাউন্সিলরকে নিয়ে সাধারনের মধ্যে বেশ উত্তেজনার সৃষ্টি হয়েছে।বাসাবাড়িতে দিনের পর দিন ময়লা না নেয়ার পর ও কোনো তদারকি না করা,চড়া দামে দোকান পাট ও বাসাবাড়ির বিল ধার্য করা,সপ্তাহে ২-৩ দিনের বেশি ময়লা নেয়া।বহুতল ভবনে না উঠাসহ নানাবিধ অভিযোগ।বাজারের হোটেল ও দোকানপাট হতে ১০০০-৫০০০ টাকা জোরপূর্বক নেয়ার অভিযোগ রয়েছে।

দীর্ঘদিন যাবত ময়লার ভাগাড় থেকে ময়লা নিষ্কাশনের না করার ফলে ছাত্র জনতা ও এলাকাবাসী ময়লা অপসারণের ব্যবস্থা করলে মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিলুফা ইয়াসমিন লাকী ২০/২৫ জন জন সন্ত্রাসী নিয়ে ছাত্র জনতার উপর হামলা চালায় এসময় কয়েকজন ছাত্র আহত হয়। এসময় বিক্ষুব্ধ ছাত্র ও এলাকাবাসীরা একত্রিত হয়ে ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। নিলুফা ইয়াসমিন লাকী দক্ষিণ সিটির মেয়র তাপসের সহযোগিতায় সরকারি হাসপাতালের জায়গায় ময়লার ভাগাড় নির্মান করে যা জনগনের মতের বাহিরে ছিল।ময়লার ভাগাড়ের জন্য অন্য জায়গা বরাদ্দ থাকলে জোরপূর্বক জনগনের মতের বিরুদ্ধে গিয়ে সরকারি হাসপাতালে এসটিএস নির্মান করে আওয়ামী লীগ সমর্থিক ও মহিলা সম্পাদিকা নিলুফা ইয়াসমিন লাকী।

চলমান ছাত্র আন্দোলন  আন্দোলনে সরাসরি ছাত্রদের বিরুদ্ধে মাঠে নেমেছিলেন ডেমরা থানা মহিলা আ,লীগের সাধারন সম্পাদক নিলুফা ইয়াসমিন লাকী। তার বিরুদ্ধে সরাসরি ছাত্র হত্যার মদদ দেওয়ার ও অভিযোগ উঠেছে।সংরক্ষিত নারী কাউন্সিলর নিলুফা ইয়াসমিন লাকীর বিরুদ্ধে অভিযোগ রয়েছে মহিলা আওয়ামী লীগের প্রভাব ও দক্ষিণ সিটির সাবেক মেয়র তাপস ও তার পিএস সজীবের প্রভাব  বিস্তার করে বারবার ময়লা নিষ্কাশনের দায়িত্ব দেওয়া হয়েছে।

ঠিকমতো বাসাবাড়ির ময়লা না নেয়ায় ক্ষোভ প্রকাশ করে বামৈল বাসিন্দা রোকেয়া আক্তার বলেন,গত কয়েকদিন যাবত বাসাবাড়ির ময়লা পরিস্কার কর্মীরা নেয় না, এতে ভোগান্তিতে আমরা।সপ্তাহে ২-৩ দিনের বেশি ময়লা নেয় না।বিভিন্ন সময় ময়লার কর্মীরা বাজে ব্যবহার ও করে।যখন মাস শেষ হয় তখন ঠিকই ময়লার বিলের জন্য চলে আসে।

কাউন্সিলর লাকীর সন্ত্রাসীদের হাতে আহত বৈষম্যবিরোধী ছাত্র সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী  মোঃ আল ইমরান রোহান বলেন, ডেমরা থানা  মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিলুফা ইয়াসমিন লাকী সরাসরি কোনাপাড়া, শনিরআখড়ায় গিয়ে ছাত্রদের দমনের মতো অপকর্মে জড়িত ছিল এখন ও তার সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাদের উপর অর্তকিত হামলার ঘটনায় আমরা জোর প্রতিবাদে আজকের এই মানববন্ধন।ছাত্ররা বলেন তার গুন্ডা বাহিনী দিয়ে গতকাল আমাদের উপর হামলার পর সেনাবাহিনীর কাছে গিয়ে মিথ্যা তথ্য দিয়ে বিভান্ত করার চেষ্টা করেছে।আমরা সাধারণ ছাত্র জনতার যে-কোন মূল্যে সরকারি হাসপাতালে ময়লার ভাগাড় আর করতে দিবো না।সড়কের পাশে ময়লার ভাগাড় হওয়ার ফলে দুর্গন্ধে হাটা দায়।অতি দ্রুত ময়লার ভাগাড় এখান থেকে অপসারণ হওয়ার দাবি জানাই।

রওশন আরা  নামে এক সানারপাড়ের গৃহকর্মী জানান, কয়েকদিন যাবত ময়লা নিচ্ছে না,কোথায় ময়লা ফেলবো এখন, ময়লার গন্ধে থাকা যায় না ঘরে।কমিশনার হয়ে শুধু টাকাই দেখছেন উনি তার উপর  বানিজ্য শুরু করেছেন।নাম প্রকাশে অনিচ্ছুক আরেকজন জানান,ময়লার টেন্ডার নিয়ে নারী কাউন্সিলর বানিজ্য করছে, তিনি চড়া দামে এলাকা ভিত্তিক প্রভাবশালী মহলের কাছে বিক্রি করে এখন ধরাছোঁয়ার বাহিরে।তার কর্মকান্ডে সবাই ক্ষুব্ধ।

এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর আলহাজ্ব আব্দুল মতিন সাউদ বলেন, দীর্ঘদিন যাবত বাসা বাড়ির  ময়লা নিচ্ছে না মহিলা কাউন্সিলর এর ময়লার দায়িত্বে থাকা লোকজন। বিভিন্ন এলাকা থেকে সর্বসাধারন আমাকে বিষয়টি জানাচ্ছে।এসময় তিনি বলেন,সরকারি হাসপাতালে এসটিএস হউক এটা তখনই আমি চাই নি কিন্তু মেয়রের যোগসাজশে ও আওয়ামী লীগের প্রভাব বিস্তার করে মহিলা কাউন্সিলর নিলুফা ইয়াসমিন লাকী ময়লার ভাগাড় টি হাসপাতালের জায়গায় নির্মানে সহায়তা করে।আওয়ামী সরকারের বিরোধিতা ও আন্দালিব রহমান পার্থর দল বিজেপির মহাসচিব হওয়ার কারনে আমাকে মেয়রের মাধ্যমে কোনঠাসা করে রেখেছিল।  বিষয়টি নিয়ে তখন মেয়র আমাকে চাপ প্রয়োগ করেছে কথা না বলার জন্য।

শিক্ষার্থীদের উপর হামলার বিষয়ে জানতে চাইলে ডেমরা থানা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও  সংরক্ষিত নারী কাউন্সিলর নিলুফা ইয়াসমিন লাকীর মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে পাওয়া যায় নি।

ট্যাগ :
জনপ্রিয়

বিসিবির কাছ থেকে মোটা অঙ্কের বোনাস পাচ্ছেন ক্রিকেটাররা

মেয়রের প্রভাব বিস্তার করে সরকারি হাসপাতালে ময়লার ভাগাড়, ভাগাড় বন্ধ চায় ছাত্রজনতা

ডেমরায় ছাত্রদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত : ০৬:৫২:২৬ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪

ছাত্র আন্দোলন ও শেখ হাসিনা সরকার পতনের পর দীর্ঘদিন যাবত  ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বিভিন্ন ওয়ার্ডের বাসা-বাড়ি, দোকান ও মার্কেটসহ অন্যান্য প্রতিষ্ঠান থেকে ভ্যান সার্ভিসের মাধ্যমে ঠিকমতো  গৃহস্থালির বর্জ্য সংগ্রহ করছে না আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর লাকীর লোকজন।ময়লার বানিজ্য করলেও ঠিকমতো  সেবা পাচ্ছে না জনসাধারণ। ৬৪, ৬৫ ও ৬৬ নং ওয়ার্ডের সংরক্ষিত  মহিলা কাউন্সিলরকে নিয়ে সাধারনের মধ্যে বেশ উত্তেজনার সৃষ্টি হয়েছে।বাসাবাড়িতে দিনের পর দিন ময়লা না নেয়ার পর ও কোনো তদারকি না করা,চড়া দামে দোকান পাট ও বাসাবাড়ির বিল ধার্য করা,সপ্তাহে ২-৩ দিনের বেশি ময়লা নেয়া।বহুতল ভবনে না উঠাসহ নানাবিধ অভিযোগ।বাজারের হোটেল ও দোকানপাট হতে ১০০০-৫০০০ টাকা জোরপূর্বক নেয়ার অভিযোগ রয়েছে।

দীর্ঘদিন যাবত ময়লার ভাগাড় থেকে ময়লা নিষ্কাশনের না করার ফলে ছাত্র জনতা ও এলাকাবাসী ময়লা অপসারণের ব্যবস্থা করলে মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিলুফা ইয়াসমিন লাকী ২০/২৫ জন জন সন্ত্রাসী নিয়ে ছাত্র জনতার উপর হামলা চালায় এসময় কয়েকজন ছাত্র আহত হয়। এসময় বিক্ষুব্ধ ছাত্র ও এলাকাবাসীরা একত্রিত হয়ে ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। নিলুফা ইয়াসমিন লাকী দক্ষিণ সিটির মেয়র তাপসের সহযোগিতায় সরকারি হাসপাতালের জায়গায় ময়লার ভাগাড় নির্মান করে যা জনগনের মতের বাহিরে ছিল।ময়লার ভাগাড়ের জন্য অন্য জায়গা বরাদ্দ থাকলে জোরপূর্বক জনগনের মতের বিরুদ্ধে গিয়ে সরকারি হাসপাতালে এসটিএস নির্মান করে আওয়ামী লীগ সমর্থিক ও মহিলা সম্পাদিকা নিলুফা ইয়াসমিন লাকী।

চলমান ছাত্র আন্দোলন  আন্দোলনে সরাসরি ছাত্রদের বিরুদ্ধে মাঠে নেমেছিলেন ডেমরা থানা মহিলা আ,লীগের সাধারন সম্পাদক নিলুফা ইয়াসমিন লাকী। তার বিরুদ্ধে সরাসরি ছাত্র হত্যার মদদ দেওয়ার ও অভিযোগ উঠেছে।সংরক্ষিত নারী কাউন্সিলর নিলুফা ইয়াসমিন লাকীর বিরুদ্ধে অভিযোগ রয়েছে মহিলা আওয়ামী লীগের প্রভাব ও দক্ষিণ সিটির সাবেক মেয়র তাপস ও তার পিএস সজীবের প্রভাব  বিস্তার করে বারবার ময়লা নিষ্কাশনের দায়িত্ব দেওয়া হয়েছে।

ঠিকমতো বাসাবাড়ির ময়লা না নেয়ায় ক্ষোভ প্রকাশ করে বামৈল বাসিন্দা রোকেয়া আক্তার বলেন,গত কয়েকদিন যাবত বাসাবাড়ির ময়লা পরিস্কার কর্মীরা নেয় না, এতে ভোগান্তিতে আমরা।সপ্তাহে ২-৩ দিনের বেশি ময়লা নেয় না।বিভিন্ন সময় ময়লার কর্মীরা বাজে ব্যবহার ও করে।যখন মাস শেষ হয় তখন ঠিকই ময়লার বিলের জন্য চলে আসে।

কাউন্সিলর লাকীর সন্ত্রাসীদের হাতে আহত বৈষম্যবিরোধী ছাত্র সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী  মোঃ আল ইমরান রোহান বলেন, ডেমরা থানা  মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিলুফা ইয়াসমিন লাকী সরাসরি কোনাপাড়া, শনিরআখড়ায় গিয়ে ছাত্রদের দমনের মতো অপকর্মে জড়িত ছিল এখন ও তার সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাদের উপর অর্তকিত হামলার ঘটনায় আমরা জোর প্রতিবাদে আজকের এই মানববন্ধন।ছাত্ররা বলেন তার গুন্ডা বাহিনী দিয়ে গতকাল আমাদের উপর হামলার পর সেনাবাহিনীর কাছে গিয়ে মিথ্যা তথ্য দিয়ে বিভান্ত করার চেষ্টা করেছে।আমরা সাধারণ ছাত্র জনতার যে-কোন মূল্যে সরকারি হাসপাতালে ময়লার ভাগাড় আর করতে দিবো না।সড়কের পাশে ময়লার ভাগাড় হওয়ার ফলে দুর্গন্ধে হাটা দায়।অতি দ্রুত ময়লার ভাগাড় এখান থেকে অপসারণ হওয়ার দাবি জানাই।

রওশন আরা  নামে এক সানারপাড়ের গৃহকর্মী জানান, কয়েকদিন যাবত ময়লা নিচ্ছে না,কোথায় ময়লা ফেলবো এখন, ময়লার গন্ধে থাকা যায় না ঘরে।কমিশনার হয়ে শুধু টাকাই দেখছেন উনি তার উপর  বানিজ্য শুরু করেছেন।নাম প্রকাশে অনিচ্ছুক আরেকজন জানান,ময়লার টেন্ডার নিয়ে নারী কাউন্সিলর বানিজ্য করছে, তিনি চড়া দামে এলাকা ভিত্তিক প্রভাবশালী মহলের কাছে বিক্রি করে এখন ধরাছোঁয়ার বাহিরে।তার কর্মকান্ডে সবাই ক্ষুব্ধ।

এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর আলহাজ্ব আব্দুল মতিন সাউদ বলেন, দীর্ঘদিন যাবত বাসা বাড়ির  ময়লা নিচ্ছে না মহিলা কাউন্সিলর এর ময়লার দায়িত্বে থাকা লোকজন। বিভিন্ন এলাকা থেকে সর্বসাধারন আমাকে বিষয়টি জানাচ্ছে।এসময় তিনি বলেন,সরকারি হাসপাতালে এসটিএস হউক এটা তখনই আমি চাই নি কিন্তু মেয়রের যোগসাজশে ও আওয়ামী লীগের প্রভাব বিস্তার করে মহিলা কাউন্সিলর নিলুফা ইয়াসমিন লাকী ময়লার ভাগাড় টি হাসপাতালের জায়গায় নির্মানে সহায়তা করে।আওয়ামী সরকারের বিরোধিতা ও আন্দালিব রহমান পার্থর দল বিজেপির মহাসচিব হওয়ার কারনে আমাকে মেয়রের মাধ্যমে কোনঠাসা করে রেখেছিল।  বিষয়টি নিয়ে তখন মেয়র আমাকে চাপ প্রয়োগ করেছে কথা না বলার জন্য।

শিক্ষার্থীদের উপর হামলার বিষয়ে জানতে চাইলে ডেমরা থানা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও  সংরক্ষিত নারী কাউন্সিলর নিলুফা ইয়াসমিন লাকীর মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে পাওয়া যায় নি।