১১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪

অন্তর্বর্তী সরকার সুষ্ঠু পরিবেশ তৈরি করে নির্বাচন দেবে

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি চৌধুরী বলেছেন, ‘অন্তর্বর্তী সরকার দেশে সুষ্ঠু পরিবেশ তৈরি করে তারপরই নির্বাচন দেবে। এ জন্য বিএনপি বর্তমান সরকারকে পূর্ণ সমর্থন দিয়েছে।’

বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকালে লক্ষ্মীপুরে শেখ হাসিনার বিচারের দাবিতে জেলা বিএনপির বিক্ষোভ পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বর্তমান পরিস্থিতিতে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আইন নিজের হাতে তুলে নেবেন না, আইনের মাধ্যমে সন্ত্রাসীদের বিচার করা হবে।’

তিনি শান্ত লক্ষ্মীপুর অশান্ত করার জন্য প্রয়াত আওয়ামী লীগ নেতা আবু তাহেরের ছেলেদের দায়ী করেন। তিনি আরও বলেন, তাহের পুত্রদের সন্ত্রাসী হামলার কারণে লক্ষ্মীপুরে ১২টি খুন হয়েছে। দেশব্যাপী এ সব সন্ত্রাসীদের মদদ দেওয়ার জন্য শেখ হাসিনাকে দেশে এনে বিচারের দাবি জানান বিএনপির এ নেতা।

পরে একটি বিক্ষোভ মিছিল লক্ষ্মীপুর উত্তর স্টেশন থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালেক্টরেট স্কুলের সামনে গিয়ে শেষ হয়।

বিএনপির বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহৃান হাসিব, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন, যুগ্ম-আহ্বায়ক সৈয়দ রশিদুল হাসান লিংকন, সদস্য সচিব আব্দুল আলীম হুমায়ুন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবির স্বপন, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হারুন, কৃষক দলের সভাপতি মাহবুব আলম মামুন, সিনিয়র সহ-সভাপতি বদরুল আকম শ্যামল, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম, সাধারণ আব্দুল্লাহ আল মামুনসহ প্রমুখ।

ট্যাগ :
জনপ্রিয়

আমি কুমিল্লার মানুষের হৃদয়ে নাম লিখতে চাই : নবাগত জেলা প্রশাসক

অন্তর্বর্তী সরকার সুষ্ঠু পরিবেশ তৈরি করে নির্বাচন দেবে

প্রকাশিত : ০৯:১৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি চৌধুরী বলেছেন, ‘অন্তর্বর্তী সরকার দেশে সুষ্ঠু পরিবেশ তৈরি করে তারপরই নির্বাচন দেবে। এ জন্য বিএনপি বর্তমান সরকারকে পূর্ণ সমর্থন দিয়েছে।’

বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকালে লক্ষ্মীপুরে শেখ হাসিনার বিচারের দাবিতে জেলা বিএনপির বিক্ষোভ পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বর্তমান পরিস্থিতিতে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আইন নিজের হাতে তুলে নেবেন না, আইনের মাধ্যমে সন্ত্রাসীদের বিচার করা হবে।’

তিনি শান্ত লক্ষ্মীপুর অশান্ত করার জন্য প্রয়াত আওয়ামী লীগ নেতা আবু তাহেরের ছেলেদের দায়ী করেন। তিনি আরও বলেন, তাহের পুত্রদের সন্ত্রাসী হামলার কারণে লক্ষ্মীপুরে ১২টি খুন হয়েছে। দেশব্যাপী এ সব সন্ত্রাসীদের মদদ দেওয়ার জন্য শেখ হাসিনাকে দেশে এনে বিচারের দাবি জানান বিএনপির এ নেতা।

পরে একটি বিক্ষোভ মিছিল লক্ষ্মীপুর উত্তর স্টেশন থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালেক্টরেট স্কুলের সামনে গিয়ে শেষ হয়।

বিএনপির বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহৃান হাসিব, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন, যুগ্ম-আহ্বায়ক সৈয়দ রশিদুল হাসান লিংকন, সদস্য সচিব আব্দুল আলীম হুমায়ুন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবির স্বপন, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হারুন, কৃষক দলের সভাপতি মাহবুব আলম মামুন, সিনিয়র সহ-সভাপতি বদরুল আকম শ্যামল, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম, সাধারণ আব্দুল্লাহ আল মামুনসহ প্রমুখ।