জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে ১ম বর্ষ ১ম সেমিস্টারের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে।
২৯ সেপ্টেম্বর বিজ্ঞান শাখার ইউনিট-১ এর মধ্য দিয়ে ভর্তি পরীক্ষা শুরু হবে। ৬ অক্টোবর মানবিক শাখার ইউনিট-২, ১৩ অক্টোবর বাণিজ্যিক শাখার ইউনিট-৩ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পাশাপাশি এবার থাকছে না এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা। এই পদ্ধতি বাতিল করে তিনটি ইউনিটে লিখিত পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেয়া হবে।
রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইঞ্জিনিয়ার ওহিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার দফতর জানায়, ২০১৮ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এমসিকিউ পদ্ধতি বাতিল করা হয়েছে। শুধুমাত্র ৩টি ইউনিটে লিখিত পরীক্ষা হবে।
বরাবরের মতো এবার প্রতিটি ইউনিটে ভর্তি পরীক্ষার সময় ১ ঘণ্টা ৩০ মিনিট নির্ধারণ করা হয়েছে।
তবে চারুকলা, সংগীত, নাট্যকলা ও ফিল্ম অ্যান্ড টেলিভিশনে চারটি বিভাগে কোনো লিখিত পরীক্ষা হবে না। শুধুমাত্র ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা হবে ২৭ অক্টোবর অনুষ্ঠিত হবে।


























