সন্ধ্যা থেকেই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগ, ক্যাজুয়ালিটি এবং নিউরো সার্জারিতে চিকিৎসাসহ অন্যান্য চিকিৎসা কার্যক্রম শুরু হচ্ছে। একইসঙ্গে কর্মরত চিকিৎসকদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, আনসার সদস্যরা সার্বক্ষণিক কার্যক্রম পরিচালনা করবেন।
রোববার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান।
এর আগে হামলার প্রতিবাদে কর্মবিরতিতে থাকা চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেন স্বাস্থ্য উপদেষ্টাসহ অন্যান্যরা।
বিজনেস বাংলাদেশ/এমএফ