পাবনার চাটমোহরে রাতের আধাঁরে শিবমূর্তিসহ দুইটি মূর্তি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে উপজেলার হান্ডিয়াল পশ্চিমপাড়া ভদ্রকালী মাতা মন্দিরে এ ভাঙচুরের ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে সঞ্জয় ঠাকুরের স্ত্রী মূর্তি ভাঙ্গা দেখে কমিটিকে জানালে ঘটনাটি প্রকাশ পায়।
স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ও মন্দির কমিটির সদস্যরা বলেন, সকালে সঞ্জয় ঠাকুরের স্ত্রী মন্দিরে শিবমূর্তি ভাঙার বিষয়ে খবর দিলে আমরা এসে দেখি ঠাকুরের মাথা ভাঙা অবস্থায় পড়ে আছে।তারা জানান, দুর্বৃত্তরা মন্দিরের গেট ভাঙতে না পেরে লোহার রড দিয়ে শিবমূর্তিসহ আরও দুইটি ঠাকুরের মাথা ও হাত ভেঙে দিয়েছে। এ ঘটনায় এলাকার সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।
ভদ্রকালী মাতা মন্দিরের সাধারণ সম্পাদক শ্রী কুটিশ্বর চন্দ্রদেব বলেন, আমি সকালে খবর পেয়ে মন্দিরে এসে দেখি ঠাকুরের মাথা ভাঙা। পরে বিষয়টি থানায় জানানো হলে পুলিশ ও নেতৃত্ব স্থানীয় লোকজন এসে ঘটনাস্থল পরিদর্শন করে। তিনি জানান, আমাদের এলাকায় এমন ন্যক্কারজনক ঘটনা এরআগে কখনও ঘটেনি। তিনি এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং প্রশাসনের কাছে প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে শাস্তির দাবি জানান তিনি।
এবিষয়ে চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা বলেন, সকালে বিষয়টি জানতে পেরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।