বরিশাল শিক্ষাবোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৭০.৫৫। বিগত বছরের চেয়ে পাশের হার বাড়লেও জিপিএ-৫ উল্লেখযোগ্য হারে কমেছে।
মোট ৬২ হাজার ১৭৩ জনের মধ্যে পাস করেছে করেছে ৪৩ হাজার ৮৬১ জন। এর মধ্যে ছেলে ৩১ হাজার ৮১৭ ও মেয়ে ৩০ হাজার ৩৫৬ জন।পাসকৃত পরীক্ষার্থীদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬৭০ জন। বিগত বছরে পাসের হার ছিল ৭০.২৮, জিপিএ -৫ ছিল- ৮১৫ জন।
এদিকে বরিশাল শিক্ষাবোর্ড থেকে শতভাগ পাস করেছে-বরিশাল ক্যাডেট কলেজ। শতভাগ ফেল করেছে বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলা আইডিয়াল কলেজ। এই কলেজে ১৭ জন পরীক্ষার্থীর সবাই ফেল করেছে।
পরীক্ষার্থীর মধ্যে মেয়েদের পাসের হার কমলেও জিপিএ-৫ প্রাপ্তদের সংখ্যায় এগিয়ে আছে। মোট ৬৭০ জনের মধ্যে মেয়েরা ৩৭০টি জিপিএ -৫ পেয়েছে।




















