০৮:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫
দুদকের ২ মামলা

সাবেক মেয়র তাপস ও তার স্ত্রী আফরিন বিরুদ্ধে ‘অবৈধ’ সম্পদ অর্জেনের অভিযোগে দুদকে মামলা

 

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের বিরুদ্ধে ‘অবৈধভাবে’ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।এই মামলায় তাপসের স্ত্রী আফরিন তাপসকেও আসামি করা হয়েছে।

রোববার মামলাটি দায়ের করা হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন।

তাপসের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে ৭৩ কোটি ১৯ লাখ ৬৭ হাজার ৩৭ টাকার সম্পদ ‘অবৈধভাবে’ অর্জনের অভিযোগ আনা হয়েছে। দুদকের অভিযোগ, জানা আয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় তার এই সম্পদ।

এজাহারে বলা হয়েছে, তার ২৭টি ব্যাংক হিসাবে ৫৩৯ কোটি ১৬ লাখ ২৫ হাজার ২৭৮ টাকা ও পাঁচ লাখ ১৭ হাজার ৫২৭ ডলারের অস্বাভাবিক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে।
অন্যদিকে, তার স্ত্রী আফরিন তাপসও ছয় কোটি ৪০ লাখ ৮৯ হাজার ৯৮ টাকার ‘অবৈধ’ সম্পদ অর্জন করেছেন বলে মামলার এজাহারে বলা হয়েছে।

এতে বলা হয়েছে, আফরিন তার নয়টি ব্যাংক হিসাবে ৭০ কোটি ৮৯ লাখ ৯৩ হাজার ৬৬৯ টাকা ও ৩ লাখ ৯৫ হাজার ৯৬৩ ডলারের অস্বাভাবিক লেনদেন করেছেন।
সাবেক মেয়র ও তার স্ত্রীর বিরুদ্ধে ‘অবৈধ’ এই অর্থ গোপন ও স্থানান্তরের অভিযোগ এনে এজাহারে বলা হয়েছে, তারা মানিলন্ডারিং প্রতিরোধ আইনসহ দুর্নীতি দমন আইনের বিভিন্ন ধারা লঙ্ঘন করেছেন।

২০২৪ সালের ৫ অগাস্ট প্রবল আন্দোলনে পতন ঘটে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের। সাবেক প্রধানমন্ত্রী সম্পর্কে ফজলে নূর তাপসের ফুফু। সরকার পতনের পর তাপসকে আর প্রকাশ্যে দেখা যায়নি। তিনি আগেই বিদেশে চলে গেছেন বলে আলোচনা আছে।

অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে জিজ্ঞাসাবাদের জন্য তাপসকে তলব করে সে বছর ২৪ অক্টোবর চিঠি পাঠায় দুদক। তাকে ৩ নভেম্বর বেলা ১১টায় দুদকের সেগুনবাগিচার কার্যালয়ে হাজির থাকতে বলা হয়েছিল।

ছাত্র-জনতার আন্দোলনে সহিংসতা ও প্রাণহানির ঘটনায় সাবেক প্রধানমনন্ত্রী, মন্ত্রী-এমপি, পুলিশের সাবেক আইপিজি, আওয়ামী লীগের শীর্ষ সারির নেতাদের বিরুদ্ধে যেসব মামলা হয়েছে, তার অনেকগুলোতে তাপসও আসামি। ইতোমধ্যে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প, সরকারের অগ্রাধিকারের বেশ কয়েকটি প্রকল্পে ‘দুর্নীতির’ অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুদক।

ডিএস//

সিসি ক্যামেরা থাকা ভোটকেন্দ্র নিয়ে ইসির নির্দেশনা

দুদকের ২ মামলা

সাবেক মেয়র তাপস ও তার স্ত্রী আফরিন বিরুদ্ধে ‘অবৈধ’ সম্পদ অর্জেনের অভিযোগে দুদকে মামলা

প্রকাশিত : ০৩:৪৭:০৪ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫

 

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের বিরুদ্ধে ‘অবৈধভাবে’ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।এই মামলায় তাপসের স্ত্রী আফরিন তাপসকেও আসামি করা হয়েছে।

রোববার মামলাটি দায়ের করা হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন।

তাপসের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে ৭৩ কোটি ১৯ লাখ ৬৭ হাজার ৩৭ টাকার সম্পদ ‘অবৈধভাবে’ অর্জনের অভিযোগ আনা হয়েছে। দুদকের অভিযোগ, জানা আয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় তার এই সম্পদ।

এজাহারে বলা হয়েছে, তার ২৭টি ব্যাংক হিসাবে ৫৩৯ কোটি ১৬ লাখ ২৫ হাজার ২৭৮ টাকা ও পাঁচ লাখ ১৭ হাজার ৫২৭ ডলারের অস্বাভাবিক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে।
অন্যদিকে, তার স্ত্রী আফরিন তাপসও ছয় কোটি ৪০ লাখ ৮৯ হাজার ৯৮ টাকার ‘অবৈধ’ সম্পদ অর্জন করেছেন বলে মামলার এজাহারে বলা হয়েছে।

এতে বলা হয়েছে, আফরিন তার নয়টি ব্যাংক হিসাবে ৭০ কোটি ৮৯ লাখ ৯৩ হাজার ৬৬৯ টাকা ও ৩ লাখ ৯৫ হাজার ৯৬৩ ডলারের অস্বাভাবিক লেনদেন করেছেন।
সাবেক মেয়র ও তার স্ত্রীর বিরুদ্ধে ‘অবৈধ’ এই অর্থ গোপন ও স্থানান্তরের অভিযোগ এনে এজাহারে বলা হয়েছে, তারা মানিলন্ডারিং প্রতিরোধ আইনসহ দুর্নীতি দমন আইনের বিভিন্ন ধারা লঙ্ঘন করেছেন।

২০২৪ সালের ৫ অগাস্ট প্রবল আন্দোলনে পতন ঘটে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের। সাবেক প্রধানমন্ত্রী সম্পর্কে ফজলে নূর তাপসের ফুফু। সরকার পতনের পর তাপসকে আর প্রকাশ্যে দেখা যায়নি। তিনি আগেই বিদেশে চলে গেছেন বলে আলোচনা আছে।

অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে জিজ্ঞাসাবাদের জন্য তাপসকে তলব করে সে বছর ২৪ অক্টোবর চিঠি পাঠায় দুদক। তাকে ৩ নভেম্বর বেলা ১১টায় দুদকের সেগুনবাগিচার কার্যালয়ে হাজির থাকতে বলা হয়েছিল।

ছাত্র-জনতার আন্দোলনে সহিংসতা ও প্রাণহানির ঘটনায় সাবেক প্রধানমনন্ত্রী, মন্ত্রী-এমপি, পুলিশের সাবেক আইপিজি, আওয়ামী লীগের শীর্ষ সারির নেতাদের বিরুদ্ধে যেসব মামলা হয়েছে, তার অনেকগুলোতে তাপসও আসামি। ইতোমধ্যে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প, সরকারের অগ্রাধিকারের বেশ কয়েকটি প্রকল্পে ‘দুর্নীতির’ অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুদক।

ডিএস//