গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে ওয়ান ডে সিরিজ জিততে ২৭২ রানের লক্ষ্যে ব্যাট করতে নামে বাংলাদেশ। শুরুটা ভালোই ছিল টাইগারদের। তবে শেষ বেলায় তরি ডুবালো টাইগাররা। ৬ উইকেট হারিয়ে ২৬৮ রান করে তারা। এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ সবকটি উইকেট হারিয়ে ২৭১ রান করে।
বাংলাদেশ সময় রাত ১২টা ৩০ মিনিটে ম্যাচটি শুরু হয়। সরাসরি সম্প্রচার করে গাজী টেলিভিশন ও চ্যানেল নাইন।
টানা দ্বিতীয় ওয়ানডেতে ঝলমলে জুটি গড়েছিলেন তামিম ইকবাল ও সাকিব আল হাসান। হাফসেঞ্চুরি করে দুজনেই বিদায় নিলেও মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহর জুটিতে স্বস্তিতে বাংলাদেশ। যদিও ভুল বোঝাবুঝিতে ৩৯ রানে রান আউট হয়েছেন মাহমুদউল্লাহ।
তারপরও মুশফিকের দারুণ হাফসেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজকে সহজে হারানোর স্বপ্ন দেখছিল বাংলাদেশ। শেষ ওভারে ৮ রানের প্রয়োজন ছিল। কিন্তু মুশফিকের বিদায়ে নাটকীয় হার মানতে হয় তাদের। ৩ রানের এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ এ সমতা ফেরাল ওয়েস্ট ইন্ডিজ।
প্রথম ওয়ানডের মতো মাশরাফি বিন মুর্তজা আজও টস জিতেছেন। সকালে বার তিনেক বৃষ্টি হয়েছে প্রভিডেন্সে। বৃষ্টির হানা ম্যাচে থাকলে ওভার কাটা যেতে পেরে, পড়তে হতে পারে কঠিন সমীকরণে, এ ভাবনা থেকেই হয়তো দিবারাত্রির ম্যাচে টস জিতে বোলিং নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। বোলিংয়ে বাংলাদেশের শুরুটাও হয়েছিল দারুণ।
এভিন লুইসকে (১২) এলবিডব্লিউ করে শুরু করেন মাশরাফি। ধুঁকতে থাকা ক্রিস গেইলকেও (৩৮) দ্রুত ফিরিয়ে দেন মেহেদী হাসান মিরাজ। ১৩.৪ ওভারে ৫৫ রান তুলতে দুই বিধ্বংসী ওপেনারকে ফিরিয়ে দিয়ে বাংলাদেশ দলে উচ্ছ্বাস। সেটি আরো বাড়ে ওয়েস্ট ইন্ডিজ ২৩.৫ ওভারে ১০২ রানে ৪ উইকেট হারালে।
বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট পেয়েছেন রুবেল। অপর পেসার মোস্তাফিজুর রহমান নেন ২ উইকেট। এছাড়া সাকিব আল হাসানও নেন ২ উইকেট।
স্কোর:
বাংলাদেশ ২৬৮/৬, ৫০ ওভার (মোসাদ্দেক ৩, মাশরাফি ১)
ওয়েস্ট ইন্ডিজ ২৭১/১০, ৫০ ওভার (আলজারি জোসেফ ১*)
























