০৪:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

‘অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাসের অভিযান, জরিমানা আদায়’

গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান রয়েছে। উক্ত অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে গত ১২ ফেব্রুয়ারী (বুধবার) ২০২৫ জ্বালানি ও খনিজ বিভাগে নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব ফজলে ওয়াহিদ-এর নেতৃত্বে ও তিতাস গ্যাস টিএন্ডডি পিএলসির মেট্রো ঢাকা বিক্রয় বিভাগ-১ এর আওতাধীন যাত্রাবাড়ী ও জুরাইন এলাকায় অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ ও সংযোগ বিচ্ছিন্নের জন্য অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে জুরাইন মেডিক্যাল রোডস্থ ‘এম টি মেটাল’ কারখানার সম্পূর্ণ অবৈধভাবে বাণিজ্যিক ভিত্তিতে গ্যাস ব্যবহারের দায়ে সংযোগটি বিচ্ছিন্ন করে উৎস পয়েন্ট থেকে লাইন কিলিং করা হয়। উল্লেখ্য, গত ০৯/০৭/২০২৪ তারিখে অনুষ্ঠিত মোবাইল কোর্টে মিটার বাইপাসের মাধ্যমে গ্যাস ব্যবহারের কারণে উক্ত প্রতিষ্ঠানের বানিজ্যিক সংযোগটি বিচ্ছিন্ন করে কিল করা হয়েছিল। একই এলাকার ‘হানিফ মেটাল’ নামক কারখানা অবৈধভাবে বাণিজ্যিক ভিত্তিতে গ্যাস ব্যবহারের দায়ে সংযোগ বিচ্ছিন্নপূর্বক উৎস পয়েন্ট থেকে কিলিং করা হয়েছে। অপরদিকে উত্তর যাত্রাবাড়ির ‘আয়োজন ওয়াশিং’ ও ‘মায়ের দোয়া ওয়াশিং’ নামক কারখানা দুটির অবৈধ বাণিজ্যিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়। উল্লেখ্য, গত ২৭-১০-২০২২ ও ১৯-০৬-২০২৩ তারিখেও ওয়াশিং কারখানা দুটির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে কিলিং করা হয়েছিল। এসময় ৩/৪” ইঞ্চি ব্যাসের ৭০-৮০ ফুট পাইপ ও ২” ইঞ্চি ব্যাসের ৯০-১০০ ফুট পাইপ জব্দ করা হয়েছে। অবৈধভাবে গ্যাস সংযোগ ব্যবহার করায় ওয়াশিং কারখানা দুটিতে মোবাইল কোর্টের মাধ্যম ৫০ হাজার করে মোট ০১ লাখ টাকা অর্থদণ্ড প্রদানপূর্বক তাৎক্ষণিক তা আদায় করা হয়।

একই দিন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম‍্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াসমিন-এর নেতৃত্বে ও তিতাস গ্যাসের আবিবি-নারায়নগঞ্জ এর সকল কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতিতে জোবিঅ-এনায়েতনগর-কাশীপুর এর আওতাধীন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে বানিজ‍্যিক গ্রাহক মেসার্স প‍্যানডেমিক ফ‍্যাশনে মিটার বাইপাস করে অবৈধভাবে গ‍্যাস ব‍্যবহার পরিলক্ষিত হয়। প্রতিষ্ঠানে ০১(এক)টি ৩০০ কেজি/ঘন্টা বয়লার ও ৫ ( পাঁচ) টি ড্রায়ারে গ‍্যাস সংযোগ পাওয়া যায়। যার মাধ‍্যমে মাসিক আনুমানিক ২৪০০ ঘনফুট/ঘন্টা, মাসিক ২৩১৮২ ঘনমিটার গ্যাস অবৈধভাবে ব্যবহার হতো, যার আনুমানিক মূল্য ৭,০৭,০৫১/-। বাইপাসের মাধ্যমে অবৈধপন্থায় গ্যাস ব্যবহারের কারণে মোবাইল কোর্টের মাধ্যমে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক ০২ (দুই) লক্ষ টাকা জরিমানা করে আদায় করা হয়। আলোচ্য প্রতিষ্ঠানটির বাইপাসের মাধ্যমে গ্যাস ব্যবহারের কারণে বাইপাস লাইন ও বৈধ লাইন উভয় উচ্ছেদ করে উৎস হতে কিলিং করা হয় এবং হাউজ লাইন অপসারণ করা হয়।

এছাড়া, নরসিংদী জেলা প্রশাসক কর্তৃক নিয়োজিত বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব রাজীব দাস পুরকায়স্থ-এর নেতৃত্বে ও তিতাস গ্যাস নরসিংদী অফিসের কর্মরত কর্মকর্তা-কর্মচারী এবং জেলা পুলিশের যৌথ উদ্যোগে গত ১২/০২/২০২৫ তারিখে নরসিংদী জেলার শিবপুর উপজেলার কারারচর উপজেলায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধ উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হয়েছে। উক্ত অভিযানে ০৬(ছয়)টি অবৈধ আবাসিক গ্রাহক ও আবাসিক থেকে অবৈধভাবে শিল্প কারখানায় গ্যাস ব্যবহারের অপরাধে একটি বেকারির হাউজ লাইন অপসারণসহ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বেকারির কর্তৃপক্ষকে অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে তৎক্ষণাৎ ৫০,০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এছাড়াও অপর একজন আবাসিক গ্রাহককে আবাসিক থেকে অবৈধভাবে বাণিজ্যিক উদ্দেশ্যে গ্যাস ব্যবহারের কারণে গ্রাহকের গ্যাস সংযোগটি তাৎক্ষণিকভাবে বিচ্ছিন্ন করা হয়। অননুমোদিতভাবে গ্যাস ব্যবহারের জন্য গ্রাহককে তৎক্ষণাৎ ১০,০০০(দশ হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করেন। উক্ত অবৈধ অভিযানে প্রায় ১৬০০(এক হাজার ছয়শত) ফুট পাইপলাইন অপসারণ করা হয়।

এছাড়াও, গত ১২/০২/২০২৫ তারিখে উপমহাব্যবস্থাপক, আঞ্চলিক ভিজিল্যান্স বিভাগ-নারায়ণগঞ্জ-এর নেতৃত্বে ভিজিল্যান্স শাখা-( নারায়ণগঞ্জ ও সোনারগাঁও) কর্তৃক আবিবি-নারায়ণগঞ্জ এর আওতাধীন জোবিঅ- নারায়ণগঞ্জ এর নিম্নোল্লেখিত গ্রাহক আঙ্গিনায় বিশেষ পরিদর্শন অভিযান পরিচালনা করা হয়। পরিদর্শনকালে গ্রাহকের আঙ্গিনায় বিদ্যমান মিটারে হস্তক্ষেপের আলামত ও নকল সিকিউরিটি পেপার সীল স্থাপন করায় মেসার্স মেঘনা লাইমস (গ্রাহক সংকেত: ২০৬-০০১১৩৬, ঠিকানা: আটি, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ), মেসার্স আরফাত লাইমস (গ্রাহক সংকেত: ২০৬-০০১১৩৮, ঠিকানা: আটি, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ), মেসার্স সুরমা লাইমস (গ্রাহক সংকেত: ২০৬-০০১১৩৩, ঠিকানা: আটি, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ), মেসার্স মদিনা লাইমস (গ্রাহক সংকেত: ২০৬-০০১১৪৪, ঠিকানা: আটি, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ)-এর গ্রাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

গত ১২/০২/২০২৫ তারিখে তিতাস গ্যাসের আঞ্চলিক রাজস্ব শাখা- সাভারের আওতাধীন এলাকা জোবিঅ- মানিকগঞ্জের সাটুরিয়া এলাকায় বকেয়া গ্যাস বিল আদায়ের জন্য সংযোগ বিচ্ছিন্নকারী টিম প্রেরণ করা হয় । উক্ত টিম কর্তৃক মোট ২২ টি আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয় ।

উল্লেখ্য, সেপ্টেম্বর, ২০২৪ হতে ১২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত অভিযান পরিচালনা করে ১৮৫টি শিল্প, ১০৮টি বাণিজ্যিক ও ২৩,৩৯৫টি আবাসিকসহ মোট ২৩,৬৮৮টি অবৈধ গ্যাস সংযোগ ও ৫৬,৮৯৭টি বার্নার বিচ্ছিন্ন করা হয়েছে। উক্ত অভিযানসমূহে ১১৯ কিলোমিটার পাইপলাইন অপসারণ করা হয়েছে ।

ডিএস../

ট্যাগ :
জনপ্রিয়

দাউদকান্দিতে মেধাবী অন্বেষণ পরীক্ষার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

‘অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাসের অভিযান, জরিমানা আদায়’

প্রকাশিত : ০৪:৪৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫

গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান রয়েছে। উক্ত অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে গত ১২ ফেব্রুয়ারী (বুধবার) ২০২৫ জ্বালানি ও খনিজ বিভাগে নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব ফজলে ওয়াহিদ-এর নেতৃত্বে ও তিতাস গ্যাস টিএন্ডডি পিএলসির মেট্রো ঢাকা বিক্রয় বিভাগ-১ এর আওতাধীন যাত্রাবাড়ী ও জুরাইন এলাকায় অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ ও সংযোগ বিচ্ছিন্নের জন্য অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে জুরাইন মেডিক্যাল রোডস্থ ‘এম টি মেটাল’ কারখানার সম্পূর্ণ অবৈধভাবে বাণিজ্যিক ভিত্তিতে গ্যাস ব্যবহারের দায়ে সংযোগটি বিচ্ছিন্ন করে উৎস পয়েন্ট থেকে লাইন কিলিং করা হয়। উল্লেখ্য, গত ০৯/০৭/২০২৪ তারিখে অনুষ্ঠিত মোবাইল কোর্টে মিটার বাইপাসের মাধ্যমে গ্যাস ব্যবহারের কারণে উক্ত প্রতিষ্ঠানের বানিজ্যিক সংযোগটি বিচ্ছিন্ন করে কিল করা হয়েছিল। একই এলাকার ‘হানিফ মেটাল’ নামক কারখানা অবৈধভাবে বাণিজ্যিক ভিত্তিতে গ্যাস ব্যবহারের দায়ে সংযোগ বিচ্ছিন্নপূর্বক উৎস পয়েন্ট থেকে কিলিং করা হয়েছে। অপরদিকে উত্তর যাত্রাবাড়ির ‘আয়োজন ওয়াশিং’ ও ‘মায়ের দোয়া ওয়াশিং’ নামক কারখানা দুটির অবৈধ বাণিজ্যিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়। উল্লেখ্য, গত ২৭-১০-২০২২ ও ১৯-০৬-২০২৩ তারিখেও ওয়াশিং কারখানা দুটির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে কিলিং করা হয়েছিল। এসময় ৩/৪” ইঞ্চি ব্যাসের ৭০-৮০ ফুট পাইপ ও ২” ইঞ্চি ব্যাসের ৯০-১০০ ফুট পাইপ জব্দ করা হয়েছে। অবৈধভাবে গ্যাস সংযোগ ব্যবহার করায় ওয়াশিং কারখানা দুটিতে মোবাইল কোর্টের মাধ্যম ৫০ হাজার করে মোট ০১ লাখ টাকা অর্থদণ্ড প্রদানপূর্বক তাৎক্ষণিক তা আদায় করা হয়।

একই দিন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম‍্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াসমিন-এর নেতৃত্বে ও তিতাস গ্যাসের আবিবি-নারায়নগঞ্জ এর সকল কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতিতে জোবিঅ-এনায়েতনগর-কাশীপুর এর আওতাধীন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে বানিজ‍্যিক গ্রাহক মেসার্স প‍্যানডেমিক ফ‍্যাশনে মিটার বাইপাস করে অবৈধভাবে গ‍্যাস ব‍্যবহার পরিলক্ষিত হয়। প্রতিষ্ঠানে ০১(এক)টি ৩০০ কেজি/ঘন্টা বয়লার ও ৫ ( পাঁচ) টি ড্রায়ারে গ‍্যাস সংযোগ পাওয়া যায়। যার মাধ‍্যমে মাসিক আনুমানিক ২৪০০ ঘনফুট/ঘন্টা, মাসিক ২৩১৮২ ঘনমিটার গ্যাস অবৈধভাবে ব্যবহার হতো, যার আনুমানিক মূল্য ৭,০৭,০৫১/-। বাইপাসের মাধ্যমে অবৈধপন্থায় গ্যাস ব্যবহারের কারণে মোবাইল কোর্টের মাধ্যমে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক ০২ (দুই) লক্ষ টাকা জরিমানা করে আদায় করা হয়। আলোচ্য প্রতিষ্ঠানটির বাইপাসের মাধ্যমে গ্যাস ব্যবহারের কারণে বাইপাস লাইন ও বৈধ লাইন উভয় উচ্ছেদ করে উৎস হতে কিলিং করা হয় এবং হাউজ লাইন অপসারণ করা হয়।

এছাড়া, নরসিংদী জেলা প্রশাসক কর্তৃক নিয়োজিত বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব রাজীব দাস পুরকায়স্থ-এর নেতৃত্বে ও তিতাস গ্যাস নরসিংদী অফিসের কর্মরত কর্মকর্তা-কর্মচারী এবং জেলা পুলিশের যৌথ উদ্যোগে গত ১২/০২/২০২৫ তারিখে নরসিংদী জেলার শিবপুর উপজেলার কারারচর উপজেলায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধ উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হয়েছে। উক্ত অভিযানে ০৬(ছয়)টি অবৈধ আবাসিক গ্রাহক ও আবাসিক থেকে অবৈধভাবে শিল্প কারখানায় গ্যাস ব্যবহারের অপরাধে একটি বেকারির হাউজ লাইন অপসারণসহ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বেকারির কর্তৃপক্ষকে অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে তৎক্ষণাৎ ৫০,০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এছাড়াও অপর একজন আবাসিক গ্রাহককে আবাসিক থেকে অবৈধভাবে বাণিজ্যিক উদ্দেশ্যে গ্যাস ব্যবহারের কারণে গ্রাহকের গ্যাস সংযোগটি তাৎক্ষণিকভাবে বিচ্ছিন্ন করা হয়। অননুমোদিতভাবে গ্যাস ব্যবহারের জন্য গ্রাহককে তৎক্ষণাৎ ১০,০০০(দশ হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করেন। উক্ত অবৈধ অভিযানে প্রায় ১৬০০(এক হাজার ছয়শত) ফুট পাইপলাইন অপসারণ করা হয়।

এছাড়াও, গত ১২/০২/২০২৫ তারিখে উপমহাব্যবস্থাপক, আঞ্চলিক ভিজিল্যান্স বিভাগ-নারায়ণগঞ্জ-এর নেতৃত্বে ভিজিল্যান্স শাখা-( নারায়ণগঞ্জ ও সোনারগাঁও) কর্তৃক আবিবি-নারায়ণগঞ্জ এর আওতাধীন জোবিঅ- নারায়ণগঞ্জ এর নিম্নোল্লেখিত গ্রাহক আঙ্গিনায় বিশেষ পরিদর্শন অভিযান পরিচালনা করা হয়। পরিদর্শনকালে গ্রাহকের আঙ্গিনায় বিদ্যমান মিটারে হস্তক্ষেপের আলামত ও নকল সিকিউরিটি পেপার সীল স্থাপন করায় মেসার্স মেঘনা লাইমস (গ্রাহক সংকেত: ২০৬-০০১১৩৬, ঠিকানা: আটি, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ), মেসার্স আরফাত লাইমস (গ্রাহক সংকেত: ২০৬-০০১১৩৮, ঠিকানা: আটি, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ), মেসার্স সুরমা লাইমস (গ্রাহক সংকেত: ২০৬-০০১১৩৩, ঠিকানা: আটি, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ), মেসার্স মদিনা লাইমস (গ্রাহক সংকেত: ২০৬-০০১১৪৪, ঠিকানা: আটি, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ)-এর গ্রাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

গত ১২/০২/২০২৫ তারিখে তিতাস গ্যাসের আঞ্চলিক রাজস্ব শাখা- সাভারের আওতাধীন এলাকা জোবিঅ- মানিকগঞ্জের সাটুরিয়া এলাকায় বকেয়া গ্যাস বিল আদায়ের জন্য সংযোগ বিচ্ছিন্নকারী টিম প্রেরণ করা হয় । উক্ত টিম কর্তৃক মোট ২২ টি আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয় ।

উল্লেখ্য, সেপ্টেম্বর, ২০২৪ হতে ১২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত অভিযান পরিচালনা করে ১৮৫টি শিল্প, ১০৮টি বাণিজ্যিক ও ২৩,৩৯৫টি আবাসিকসহ মোট ২৩,৬৮৮টি অবৈধ গ্যাস সংযোগ ও ৫৬,৮৯৭টি বার্নার বিচ্ছিন্ন করা হয়েছে। উক্ত অভিযানসমূহে ১১৯ কিলোমিটার পাইপলাইন অপসারণ করা হয়েছে ।

ডিএস../