ছাত্র জনতার রক্তের বিনিময়ে ক্ষমতায় আশা বর্তমান সরকার নির্বাচন দিতে তালবাহানা করছে, তারা যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দেয়, তাহলে তাদেরকে আমি বলতে চাই ,বিগত স্বৈরাচারের সরকারের মত এই সরকারকে আন্দোলনের মাধ্যমে হঠাতে বাধ্য হবো বলে মন্তব্য করেন জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল যুক্তরাজ্য শাখার সভাপতি_নাসির আহমেদ শাহিন
শুক্রবার ৩০মে জুম্মার নামাজের পর ঢাকা বিমানবন্দর রেলস্টেশনে বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী- দল – ( রেজি : নং : বি : ১৭৬৫-) শ্রমিক সংগঠনের পক্ষ থেকে মহান স্বাধীনতা ঘোষক শহীদ রাষ্ট্র প্রতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা দোয়া ও দূস্থদের মাঝে খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন
প্রধান অতিথি আনোয়ার হোসেন বলেন, আমরা বিগত ১৭ বছর ধরে একটি নির্বাচনেও ভোট দিতে পারিনি, বিগত স্বৈরাচার হাসিনা সরকারের আমলে, তিনি জালিয়াতি করে ক্ষমতাকে কুক্ষিগত করে রেখেছিলেন, কিন্তু এত ছাত্র জনতার শহীদের রক্তের বিনিময়ে ক্ষমতায় আশা বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতাকে পাকাপোক্ত করতে ষড়যন্ত্র করছে ,তারা সংস্কারের নামে নির্বাচন দিতে টালবাহানা করছে, আমরা বলতে চাই অতি শিগগিরই ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে নির্বাচন দেন, তাহা না হলে বিগত ফ্যাসিস সরকারের মত শ্রমিক ,ছাত্র জনতাকে নিয়ে আন্দোলনের মাধ্যমে নির্বাচন দিতে বাধ্য করিব ।
বিশেষ অতিথি নাসির আহমেদ শাহিন বলেন,জিয়াউর রহমান ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে এক বীর মুক্তিযোদ্ধা হিসেবে খ্যাতি অর্জন করেন। তিনি ২৬ মার্চ ১৯৭১ সালে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন (তৎকালীন মেজর হিসেবে)। রাষ্ট্রপতি হওয়ার পর তিনি বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন এবং দেশের অর্থনীতিতে বাজারমুখী নীতিমালার প্রবর্তন করেন।
তিনি আরোও বলেন, ছাত্র জনতার রক্তের বিনিময়ে ক্ষমতায় আশা বর্তমান সরকার নির্বাচন দিতে তালবাহানা করছে, তারা যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দেয়, তাহলে তাদেরকে আমি বলতে চাই ,বিগত স্বৈরাচারের সরকারের মত এই সরকারকে আন্দোলনের মাধ্যমে হঠাতে বাধ্য হবো।
উক্ত দোয়া ও খাবার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জাতীয়তাবাদী শ্রমিকদল রেলওয়ে ও কর্মচারী ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম,সঞ্চালনায় ছিলেন সংগঠনের সদস্য সচিব আতাউর রহমান মোল্লার ,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ শ্রমিক নেতা আনোয়ার হোসেন। বিশেষ অতিথি বক্তব্য রাখছেন জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল যুক্তরাজ্য শাখার সভাপতি ও কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ( সহ সভাপতি পদমর্যাদা -) নাসির আহমেদ শাহিন।এছাড়াও উপস্থিত ছিলেন বিমানবন্দর থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক মো : শরীফ উল্লাহ জাহেদ, ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলনের সভাপতি মোহাম্মদ অলিদ বিন সিদ্দিক তালুকদার,রেলওয়ে শ্রমিক ইউনিয়নের মোয়াজ্জেম হোসেন রতন – আলমগীর হোসেন – মনোয়ার হোসেন মিলন – রায়হান উদ্দীন ভূইয়া প্রমুখ, মোনাজাত পরিচালনা করেন – বিমানবন্দর রেলস্টেশন মসজিদের ইমাম মুফতি মঞ্জুরুল ইসলাম ।
ডিএস./





















