০১:১২ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫

দেশের অর্থনীতির চাকাকে সচল রাখতে নিরলস কাজ করছেন বালাইনাশক উৎপাদকরা :কেএসএম মোস্তাফিজুর রহমান

বাংলাদেশ এগ্রোকেমিক্যাল ম্যানুফেকচারার্স এসোসিয়েশনের সভাপতি কে এস এম মোস্তাাফিজুর রহমান বলেন, বালাইনাশক উৎপাদকদের সহায়তা করা হলে কৃষক হতে শুরু করে পর্যায়ক্রমে দেশের প্রতিটি মানুষ উপকৃত হবে। আমাদের লিখিত সুপারিশগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে কার্যকর করতে হবে। তার দাবি যতদ্রুত সম্ভব বালাইনাশকের কাচামালের সোর্স উম্মুক্ত করে সেগুলোর সহযোগী রাসায়নিক পদার্থ আমদানিতে জিরো শুল্ক ঘোষণা দিতে হবে। এগুলো না হলে কৃষি রসায়নে বহুজাতিকের মনোপলি বা একচেটিয়া বাণিজ্যে উচ্চুমুল্যের বলি হতে থাকবে কৃষকরা। দেশের কৃষিকে টেকসই করতে ও কম খরচে ফসল উৎপাদনে দ্রুত পদক্ষেপ সরকারকেই নিতে হবে বলে তাগিদ দেন এই দেশীয় বালাইনাশক উৎপাদক।

শনিবার রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে বিপিসি ও বামার যৌথ উদ্যোগে ” কৃষকদের উৎপাদন খরচ কমাতে আমদানি বিকল্প দেশীয় বালাইনাশক উৎপাদকদের বাধা ও চ্যালেঞ্জ শীর্ষক এক কর্মশালায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিপিসির সিইও এবং বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নাহিদ আফরোজ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির মহাসচিব ড. জাকির হোসেন, অনুজীব বিজ্ঞানী অধ্যাপক ড, আনোয়ার হোসেনসহ প্রমুখ।

আলোচকরা বলেন , কাচামালের সিঙ্গেল সোর্স জটিলতা, কাঁচামাল উৎপাদন নীতিমালার অভাব, বেআইনি ভাবে প্যাটেন্ট পণ্যে মানোপলি, বন্দর থেকে কাঁচামাল খালাশে জটিলতা এবং উন্নয়ন অবকাঠামো নির্মানে সময়সীমার অভা্ব থাকা আমদানি বিকল্প দেশীয় বালাইনাশক উৎপাদকরা টিকতে পারছে না। তাই সিঙ্গেল সোর্স প্রথা বাতিল, প্যাটেন্ট আইন ও ফোর্স লাইসেন্সিং কার্যকরী, পিটাক পুনগঠন, কাচামাল আমদানিতে এনওসি বাতিলের সুপারিশ করা হয়।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

দেশের অর্থনীতির চাকাকে সচল রাখতে নিরলস কাজ করছেন বালাইনাশক উৎপাদকরা :কেএসএম মোস্তাফিজুর রহমান

প্রকাশিত : ১০:০৩:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫

বাংলাদেশ এগ্রোকেমিক্যাল ম্যানুফেকচারার্স এসোসিয়েশনের সভাপতি কে এস এম মোস্তাাফিজুর রহমান বলেন, বালাইনাশক উৎপাদকদের সহায়তা করা হলে কৃষক হতে শুরু করে পর্যায়ক্রমে দেশের প্রতিটি মানুষ উপকৃত হবে। আমাদের লিখিত সুপারিশগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে কার্যকর করতে হবে। তার দাবি যতদ্রুত সম্ভব বালাইনাশকের কাচামালের সোর্স উম্মুক্ত করে সেগুলোর সহযোগী রাসায়নিক পদার্থ আমদানিতে জিরো শুল্ক ঘোষণা দিতে হবে। এগুলো না হলে কৃষি রসায়নে বহুজাতিকের মনোপলি বা একচেটিয়া বাণিজ্যে উচ্চুমুল্যের বলি হতে থাকবে কৃষকরা। দেশের কৃষিকে টেকসই করতে ও কম খরচে ফসল উৎপাদনে দ্রুত পদক্ষেপ সরকারকেই নিতে হবে বলে তাগিদ দেন এই দেশীয় বালাইনাশক উৎপাদক।

শনিবার রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে বিপিসি ও বামার যৌথ উদ্যোগে ” কৃষকদের উৎপাদন খরচ কমাতে আমদানি বিকল্প দেশীয় বালাইনাশক উৎপাদকদের বাধা ও চ্যালেঞ্জ শীর্ষক এক কর্মশালায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিপিসির সিইও এবং বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নাহিদ আফরোজ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির মহাসচিব ড. জাকির হোসেন, অনুজীব বিজ্ঞানী অধ্যাপক ড, আনোয়ার হোসেনসহ প্রমুখ।

আলোচকরা বলেন , কাচামালের সিঙ্গেল সোর্স জটিলতা, কাঁচামাল উৎপাদন নীতিমালার অভাব, বেআইনি ভাবে প্যাটেন্ট পণ্যে মানোপলি, বন্দর থেকে কাঁচামাল খালাশে জটিলতা এবং উন্নয়ন অবকাঠামো নির্মানে সময়সীমার অভা্ব থাকা আমদানি বিকল্প দেশীয় বালাইনাশক উৎপাদকরা টিকতে পারছে না। তাই সিঙ্গেল সোর্স প্রথা বাতিল, প্যাটেন্ট আইন ও ফোর্স লাইসেন্সিং কার্যকরী, পিটাক পুনগঠন, কাচামাল আমদানিতে এনওসি বাতিলের সুপারিশ করা হয়।

ডিএস./