০৮:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬

বাসচাপায় ২ শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ফের রাস্তায় শিক্ষার্থীরা

রাজধানীতে বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় টানা তৃতীয় দিনের মতো রাস্তায় নেমে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।

রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থীরা মঙ্গলবার সকাল ১০টার র‌্যাডিসন হোটেলের সামনের রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। এর পরপরই ফার্মগেট বাবুল টাওয়ারের সামনে স্থানীয় কয়েকটি কলেজের শিক্ষার্থীরা অবস্থান নেয়। তারা সকাল সাড়ে ১০টা থেকে অবস্থান শুরু করে।

শিক্ষার্থীরা বাসচাপার সুষ্ঠ বিচার দাবি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। তারা নিহত শিক্ষার্থীদের নিয়ে নৌমন্ত্রী শাজাহান খানের করা বিরূপ মন্তব্যের সমালোচনা করে তার বিচারের দাবি জানিয়েছে।

অতিরিক্ত উপ কমিশনার নাজমুল আলম বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। কোনো গণ্ডগোল এখনো হয়নি। আমরা যান চলাচল স্বাভাবিক রাখার চেস্টা চালিয়ে যাচ্ছি।

জাবালে নূর পরিবহনের একটি বাস রবিবার বেলা সাড়ে ১২টার দিকে বিমানবন্দর সড়কের জিল্লুর রহমান ফ্লাইওভারের গোড়ায় দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের চাপা দিলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। ঘটনার পর ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার ওই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বেরিয়ে এসে যানবাহনে ভাঙচুর ও অগ্নিসংযোগ শুরু করে।

ওই ঘটনায় সোমবারও কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনের এলাকায় শিক্ষার্থীরা ঢাকার বিমানবন্দর সড়কের দুই দিক অবরোধ করে কয়েক ঘণ্টা বিক্ষোভ দেখায়।

এছাড়া গভার্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলের শিক্ষার্থীরা মিরপুর সড়ক অবরোধ করলে পুলিশ এসে লাঠিচার্জ করে তাদের তুলে দেয়।

ট্যাগ :
জনপ্রিয়

ভেড়ামারায় প্রশিক্ষণ কর্মশালা, অবহিতকরণ সভা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বাসচাপায় ২ শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ফের রাস্তায় শিক্ষার্থীরা

প্রকাশিত : ১২:০৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ জুলাই ২০১৮

রাজধানীতে বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় টানা তৃতীয় দিনের মতো রাস্তায় নেমে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।

রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থীরা মঙ্গলবার সকাল ১০টার র‌্যাডিসন হোটেলের সামনের রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। এর পরপরই ফার্মগেট বাবুল টাওয়ারের সামনে স্থানীয় কয়েকটি কলেজের শিক্ষার্থীরা অবস্থান নেয়। তারা সকাল সাড়ে ১০টা থেকে অবস্থান শুরু করে।

শিক্ষার্থীরা বাসচাপার সুষ্ঠ বিচার দাবি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। তারা নিহত শিক্ষার্থীদের নিয়ে নৌমন্ত্রী শাজাহান খানের করা বিরূপ মন্তব্যের সমালোচনা করে তার বিচারের দাবি জানিয়েছে।

অতিরিক্ত উপ কমিশনার নাজমুল আলম বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। কোনো গণ্ডগোল এখনো হয়নি। আমরা যান চলাচল স্বাভাবিক রাখার চেস্টা চালিয়ে যাচ্ছি।

জাবালে নূর পরিবহনের একটি বাস রবিবার বেলা সাড়ে ১২টার দিকে বিমানবন্দর সড়কের জিল্লুর রহমান ফ্লাইওভারের গোড়ায় দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের চাপা দিলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। ঘটনার পর ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার ওই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বেরিয়ে এসে যানবাহনে ভাঙচুর ও অগ্নিসংযোগ শুরু করে।

ওই ঘটনায় সোমবারও কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনের এলাকায় শিক্ষার্থীরা ঢাকার বিমানবন্দর সড়কের দুই দিক অবরোধ করে কয়েক ঘণ্টা বিক্ষোভ দেখায়।

এছাড়া গভার্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলের শিক্ষার্থীরা মিরপুর সড়ক অবরোধ করলে পুলিশ এসে লাঠিচার্জ করে তাদের তুলে দেয়।