ভারতের ছত্তিশগড়ের মাদাগাঁও গ্রামের মুদি দোকান মালিক মানিশ বিসি আচমকাই খবরের শিরোনামে চলে এসেছেন। কারণ, তিনি বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্সসহ আরও কয়েকজন তারকা ক্রিকেটারের কাছ থেকে ফোন কল পেয়েছেন।
ঘটনার শুরু প্রায় এক মাস আগে। মানিশ একটি মোবাইল দোকান থেকে নতুন সিম কিনেছিলেন। পরে বন্ধু খেমরাজের সাহায্যে হোয়াটসঅ্যাপ চালু করেন। তখন প্রোফাইল ছবিতে দেখা যায় ক্রিকেটার রজত পতিদারের ছবি। প্রথমে তারা বিষয়টি গুরুত্ব দেননি।
হিন্দুস্তান টাইমস ও টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, মাদাগাঁও গ্রামের ২১ বছর বয়সী মানিশ বিসি মাস খানেক আগে হঠাৎ একটি সিম কেনেন। এরপর এসব কল পেতে থাকেন।
কিছুদিন পর হঠাৎই বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্সসহ আরও কয়েকজন খেলোয়াড়ের কল আসতে শুরু করে। সবাই তাকে ‘রজত’ বলে সম্বোধন করছিলেন। প্রায় ১৫ দিন মানিশ ও তার বন্ধুরা এসব কল রিসিভ করেই কাটিয়েছেন।
পরে জানা যায়, ওই সিমটি আগে রজত পতিদারের ছিল। ৯০ দিনের বেশি সময় অব্যবহৃত থাকার কারণে মোবাইল অপারেটর সেটি পুনরায় বিক্রি করে। রজত পুরনো নাম্বারটি ব্যবহার করতে না পেরে সাইবার সেলের সাহায্য চান। এরপর গারিয়াবাদ পুলিশ সিমটি উদ্ধার করে রজতকে ফেরত দেয়।
ক্রিকেটপ্রেমী মানিশ ও খেমরাজ বলেন, এটি তাদের জীবনের এক স্মরণীয় ঘটনা এবং তারা আশা করেন, একদিন রজত পতিদারের সঙ্গে সরাসরি দেখা হবে।
রজত পতিদার ঘরোয়া ক্রিকেটে মধ্যপ্রদেশের হয়ে খেলেন এবং আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার সঙ্গে কোহলি ও ডি ভিলিয়ার্সের ঘনিষ্ঠ যোগাযোগের কারণেই মানিশদের কাছে তারকাদের ফোন এসেছিল।
ডিএস./























