১১:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬

মগবাজারে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত, বাসে আগুন

রাজধানীর মগবাজারে বাসচাপায় সাইফুল ইসলামের (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় ক্ষুব্ধ জনতা ওই বাসে আগুন দিয়েছে। শুক্রবার দুপুর দেড়টার দিকে মগবাজার ওয়্যারলেস গেটের পাশে এ ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলামের গ্রামের বাড়ি পিরোজপুর জেলায়। ৎতিনি রাজধানীর খিলগাঁওয়ের উত্তর গোরান এলাকায় বসবাস করতেন এবং মগবাজারের একটি হাসপাতালে কর্মরত ছিলেন।

রমনা থানার এসআই মুহিবুল্লাহ বিষয়টি নিশ্চিত করেরেছেন।

তিনি বলেন, এসপি গোল্ডেন লিমিটেড নামের একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সাইফুল ইসলাম নিহত হন। পরে স্থানীয় জনতা ওই বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে গিয়ে বাসের আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরো জানান, সাইফুল ইসলামকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তার লাশ হাসপাতালের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে।

এদিকে, ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আতাউর রহমান জানান, দুপুর ১টা ৪০ মিনিটের সময় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে ২টা ১০ মিনিটের সময় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে কিছুই বলতে পারেননি তিনি।

উল্লেখ্য, গত ২৯ জুলাই (রবিবার) রাজধানীর বিমানবন্দর সড়কের কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে এমইএস বাস স্ট্যান্ডে জাবালে নূর পরিবহনের বাসচাপায় শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত হয়। একই ঘটনায় এখন আন্দোলন অব্যাহত রয়েছে।

ট্যাগ :
জনপ্রিয়

ভেড়ামারায় প্রশিক্ষণ কর্মশালা, অবহিতকরণ সভা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

মগবাজারে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত, বাসে আগুন

প্রকাশিত : ০৩:৪৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ অগাস্ট ২০১৮

রাজধানীর মগবাজারে বাসচাপায় সাইফুল ইসলামের (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় ক্ষুব্ধ জনতা ওই বাসে আগুন দিয়েছে। শুক্রবার দুপুর দেড়টার দিকে মগবাজার ওয়্যারলেস গেটের পাশে এ ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলামের গ্রামের বাড়ি পিরোজপুর জেলায়। ৎতিনি রাজধানীর খিলগাঁওয়ের উত্তর গোরান এলাকায় বসবাস করতেন এবং মগবাজারের একটি হাসপাতালে কর্মরত ছিলেন।

রমনা থানার এসআই মুহিবুল্লাহ বিষয়টি নিশ্চিত করেরেছেন।

তিনি বলেন, এসপি গোল্ডেন লিমিটেড নামের একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সাইফুল ইসলাম নিহত হন। পরে স্থানীয় জনতা ওই বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে গিয়ে বাসের আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরো জানান, সাইফুল ইসলামকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তার লাশ হাসপাতালের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে।

এদিকে, ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আতাউর রহমান জানান, দুপুর ১টা ৪০ মিনিটের সময় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে ২টা ১০ মিনিটের সময় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে কিছুই বলতে পারেননি তিনি।

উল্লেখ্য, গত ২৯ জুলাই (রবিবার) রাজধানীর বিমানবন্দর সড়কের কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে এমইএস বাস স্ট্যান্ডে জাবালে নূর পরিবহনের বাসচাপায় শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত হয়। একই ঘটনায় এখন আন্দোলন অব্যাহত রয়েছে।