রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদক ও ছিনতাই বিরোধী সেনাবাহিনী ও র্যাব-২ এর বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য গাঁজাসহ ১৭ জনকে গ্রেপ্তার করা হয়।
রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প এলাকায় বেশ কয়েকটি ছিনতাইকারী চক্র ছিনতাই ও মাদক ব্যবসাসহ বিভিন্ন ধরণের সন্ত্রাসী কার্যক্রম জড়িয়ে পরছে। র্যাব-২ এর দায়িত্বপূর্ণ এলাকায় ছিনতাই ও অন্যান্য সন্ত্রাসী কর্মকান্ড সম্পর্কে স্থানীয় জনসাধারণ এবং সামাজিক যোগাযোগ মাধ্যম, প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক্স মিডিয়া হতে তথ্য পায় র্যাব।
ফলশ্রুতিতে র্যাব-২ এর টহল ও গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধি করা হয়। এরই ধারাবাহিকতায়, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-২ এবং সেনাবাহিনীর যৌথ আভিযানিক দল আজ ৫ আগষ্ট ২৫ ইং তারিখ দিবাগত রাতে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন জেনেভা ক্যাম্পে অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধারসহ ১৭ জনকে গ্রেপ্তার করে। এ সময় গ্রেপ্তারকৃত আসামীদের কাছ হতে উদ্ধার করা হয় ছিনতাই কাজে ব্যবহৃত ১টি সামুরাই ও ৪.৯৬৪ কেজি মাদকদ্রব্য গাঁজা।
গ্রেপ্তারপূর্বক আসামিদের নিকট হতে জানা যায়, তারা দিনের বেলায় আত্মগোপনে থেকে রাতের বেলায় ছিনতাই, মাদক ও অন্যান্য অপরাধমূলক কর্মকান্ড করে আসছিল। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ছিনতাই ও মাদক সংক্রান্ত মামলা রয়েছে এবং এ সকল মামলায় কারাভোগ করেছে বলে জানা যায়। প্রাপ্ত তথ্য যাচাই বাছাই করে র্যাব-২ এধরনের অভিযান অব্যাহত রাখবে।
বিভিন্ন অপারাধে গ্রেপ্তারকৃতরা হলেন মোঃ মনোয়ার হোসেন (২৪)মোঃ আবিদ হোসেন (৩২)মোঃ নুর ইসলাম (২০)মোঃ বন্যা (৩৬)মোঃ আঃ লতিফ (৫০)মোঃ আলমগীর (৪০)মোঃ বুলু (২১)মোঃ ফিরোজ (২৬)মোঃ আলামিন (২০), মোঃ ভুট্টু (৫০)মোঃ আসলাম (১৬)মোঃ জাফর (৪০)মোঃ তাজউদ্দিন (৪০)মোঃ মাসুম (৩৮),মোঃ জাবেদ (৪১), ১৬। মোঃ মুরাদ (১৮) এবং মোঃ বাবু (৩১)-দেরকে আজ ৫ অক্টোম্বর ২০২৫ইং তারিখ দিবাগত রাতে গ্রেপ্তার করেছে র্যাব-২। উক্ত যৌথ অভিযানে উদ্ধার করা হয় ছিনতাই কাজে ব্যবহৃত ১টি সামুরাই ও ৪.৯৬৪ কেজি মাদকদ্রব্য গাঁজা।গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
ডিএস./