০৩:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনা বন্ধের ঘোষণা ট্রাম্পের

প্রতিবেশী কানাডার সঙ্গে সব ধরনের বাণিজ্য আলোচনা অবিলম্বে বাতিলের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (২৪ অক্টোবর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এ ঘোষণা দেন তিনি। খবর, বিবিসি’র।

পোস্টে ট্রাম্প লেখেন, ‘কানাডা একটি বিজ্ঞাপন প্রচার করেছে যেখানে সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান শুল্ক সম্পর্কে নেতিবাচক কথা বলছেন। কানাডার জঘন্য আচরণের জন্য তাদের সঙ্গে সমস্ত বাণিজ্যিক আলোচনা বাতিল করা হলো।’

রিগ্যানের যে ভিডিও ঘিরে ট্রাম্প ক্ষেপেছেন সেটি কয়েকদিন আগে প্রচার করেছে অন্টারিও রাজ্য সরকার। তাতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট যখন শুল্ক নিয়ে নেতিবাচক কথা বলছিলেন, তখন নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ এবং যুক্তরাষ্ট্র ও কানাডা উভয় দেশের পতাকাশোভিত ক্রেনসহ বেশকিছু চিত্রও তুলে ধরা হয়েছে।

সেই ভিডিওতে রিগ্যানের যে কথাটুকু সন্নিবেশিত হয়েছে, তা নেয়া হয়েছে ১৯৮৭ সালে জাতির উদ্দেশে দেয়া এক রেডিও ভাষণ থেকে। ভাষণের ওই অংশে সাবেক প্রেসিডেন্ট বিদেশের সঙ্গে বাণিজ্য নিয়ে কথা বলছিলেন।

উল্লেখ্য, কানাডার পণ্য আমদানির ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করেছিল ট্রাম্প। যদিও তিনি ইউএসএমসিএ-এর আওতায় পড়া পণ্যের জন্য ছাড়ের অনুমতি দেন। ইউএসএমসিএ হলো মেক্সিকো এবং কানাডার সাথে একটি মুক্ত বাণিজ্য চুক্তি, যা ট্রাম্প তার প্রথম মেয়াদে করেছিলেন।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনা বন্ধের ঘোষণা ট্রাম্পের

প্রকাশিত : ১২:৩৮:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

প্রতিবেশী কানাডার সঙ্গে সব ধরনের বাণিজ্য আলোচনা অবিলম্বে বাতিলের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (২৪ অক্টোবর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এ ঘোষণা দেন তিনি। খবর, বিবিসি’র।

পোস্টে ট্রাম্প লেখেন, ‘কানাডা একটি বিজ্ঞাপন প্রচার করেছে যেখানে সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান শুল্ক সম্পর্কে নেতিবাচক কথা বলছেন। কানাডার জঘন্য আচরণের জন্য তাদের সঙ্গে সমস্ত বাণিজ্যিক আলোচনা বাতিল করা হলো।’

রিগ্যানের যে ভিডিও ঘিরে ট্রাম্প ক্ষেপেছেন সেটি কয়েকদিন আগে প্রচার করেছে অন্টারিও রাজ্য সরকার। তাতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট যখন শুল্ক নিয়ে নেতিবাচক কথা বলছিলেন, তখন নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ এবং যুক্তরাষ্ট্র ও কানাডা উভয় দেশের পতাকাশোভিত ক্রেনসহ বেশকিছু চিত্রও তুলে ধরা হয়েছে।

সেই ভিডিওতে রিগ্যানের যে কথাটুকু সন্নিবেশিত হয়েছে, তা নেয়া হয়েছে ১৯৮৭ সালে জাতির উদ্দেশে দেয়া এক রেডিও ভাষণ থেকে। ভাষণের ওই অংশে সাবেক প্রেসিডেন্ট বিদেশের সঙ্গে বাণিজ্য নিয়ে কথা বলছিলেন।

উল্লেখ্য, কানাডার পণ্য আমদানির ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করেছিল ট্রাম্প। যদিও তিনি ইউএসএমসিএ-এর আওতায় পড়া পণ্যের জন্য ছাড়ের অনুমতি দেন। ইউএসএমসিএ হলো মেক্সিকো এবং কানাডার সাথে একটি মুক্ত বাণিজ্য চুক্তি, যা ট্রাম্প তার প্রথম মেয়াদে করেছিলেন।

ডিএস./