০৯:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬

কানাডার ওপর আরও ১০ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন প্রচারের জেরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রোষানলে পড়তে যাচ্ছে কানাডা। দেশটির ওপর আরও ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি। ট্রাম্প বলেছেন, বিজ্ঞাপনে সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের শুল্ক নিয়ে নেতিবাচক তথ্য প্রচার করা হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) রাতে সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এই ঘোষণা দেন ট্রাম্প।

পোস্টে তিনি লেখেন, রোনাল্ড রিগ্যানের শুল্কসংক্রান্ত বক্তৃতার ওপর একটি প্রতারণামূলক বিজ্ঞাপন প্রচার করেছে কানাডা। তাতে সাবেক প্রেসিডেন্টের রেডিও ভাষণ ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। পাশাপাশি তার ভাষণ ব্যবহার এবং সম্পাদনার জন্য কোনো অনুমতিও নেওয়া হয়নি।

তিনি আরও লেখেন, রোনাল্ড রিগ্যান মার্কিন জাতীয় নিরাপত্তা এবং অর্থনীতির জন্য শুল্ক পছন্দ করতেন। কিন্তু কানাডা তা ভুলভাবে উপস্থাপন করছে। বিজ্ঞাপনটি দ্রুত সরিয়ে ফেলার কথা থাকলেও গতকাল রাতে সেটি প্রচার করা হয়েছে। এই আচরণের জন্য কানাডার ওপর আরও ১০ শতাংশ শুল্ক বৃদ্ধি করা হয়েছে।

গত বৃহস্পতিবার কানাডার সঙ্গে সব ধরনের বাণিজ্য আলোচনা অবিলম্বে বাতিল করার ঘোষণা দেন ট্রাম্প। সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লিখেছিলেন, কানাডা একটি বিজ্ঞাপন প্রচার করেছে যেখানে সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান শুল্ক সম্পর্কে নেতিবাচক কথা বলছেন। কানাডার জঘন্য আচরণের জন্য তাদের সাথে সমস্ত বাণিজ্যিক আলোচনা বাতিল করা হলো।

এর আগে, কানাডার পণ্য আমদানির ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। যদিও  ইউএসএমসিএ-এর আওতায় পড়া পণ্যের জন্য ছাড়ের অনুমতি দেন তিনি। ইউএসএমসিএ হলো, মেক্সিকো ও কানাডার সাথে একটি মুক্ত বাণিজ্য চুক্তি, যা ট্রাম্প তার প্রথম মেয়াদে করেছিলেন।

 

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

কৃষকের মেরুদণ্ড শক্তশালী হলে জাতির মেরুদণ্ড শক্তিশালী হবে: ফারজানা শারমিন পুতুল

কানাডার ওপর আরও ১০ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের

প্রকাশিত : ১১:৩১:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫

বিজ্ঞাপন প্রচারের জেরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রোষানলে পড়তে যাচ্ছে কানাডা। দেশটির ওপর আরও ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি। ট্রাম্প বলেছেন, বিজ্ঞাপনে সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের শুল্ক নিয়ে নেতিবাচক তথ্য প্রচার করা হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) রাতে সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এই ঘোষণা দেন ট্রাম্প।

পোস্টে তিনি লেখেন, রোনাল্ড রিগ্যানের শুল্কসংক্রান্ত বক্তৃতার ওপর একটি প্রতারণামূলক বিজ্ঞাপন প্রচার করেছে কানাডা। তাতে সাবেক প্রেসিডেন্টের রেডিও ভাষণ ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। পাশাপাশি তার ভাষণ ব্যবহার এবং সম্পাদনার জন্য কোনো অনুমতিও নেওয়া হয়নি।

তিনি আরও লেখেন, রোনাল্ড রিগ্যান মার্কিন জাতীয় নিরাপত্তা এবং অর্থনীতির জন্য শুল্ক পছন্দ করতেন। কিন্তু কানাডা তা ভুলভাবে উপস্থাপন করছে। বিজ্ঞাপনটি দ্রুত সরিয়ে ফেলার কথা থাকলেও গতকাল রাতে সেটি প্রচার করা হয়েছে। এই আচরণের জন্য কানাডার ওপর আরও ১০ শতাংশ শুল্ক বৃদ্ধি করা হয়েছে।

গত বৃহস্পতিবার কানাডার সঙ্গে সব ধরনের বাণিজ্য আলোচনা অবিলম্বে বাতিল করার ঘোষণা দেন ট্রাম্প। সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লিখেছিলেন, কানাডা একটি বিজ্ঞাপন প্রচার করেছে যেখানে সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান শুল্ক সম্পর্কে নেতিবাচক কথা বলছেন। কানাডার জঘন্য আচরণের জন্য তাদের সাথে সমস্ত বাণিজ্যিক আলোচনা বাতিল করা হলো।

এর আগে, কানাডার পণ্য আমদানির ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। যদিও  ইউএসএমসিএ-এর আওতায় পড়া পণ্যের জন্য ছাড়ের অনুমতি দেন তিনি। ইউএসএমসিএ হলো, মেক্সিকো ও কানাডার সাথে একটি মুক্ত বাণিজ্য চুক্তি, যা ট্রাম্প তার প্রথম মেয়াদে করেছিলেন।

 

ডিএস./