১১:১৮ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬

রিমান্ডে ‘এসপি গোল্ডেন লাইন ’ বাস মালিক

সাতক্ষীরা-ঢাকাগামী এসপি গোল্ডেন লাইন পরিবহনের মালিক মো. জুনায়েদ হোসেন লস্করের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আসাদুজ্জামান নূর রিমান্ডের এ আদেশ দেন।

এর আগে শনিবার রাতে সাতক্ষীরার লস্করপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান র‌্যাব-৩-এর অধিনায়ক লে. কর্নেল এমরানুল হাসান।

আদালত সূত্রে জানা গেছে, শুক্রবার রাজধানীর মগবাজার ওয়্যারলেস গেটের কাছে ‘এসপি গোল্ডেন লাইন’ পরিবহনের একটি মিনিবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সাইফুল নিহত হন। ঘটনার পরদিন তার বাবা বাদি হয়ে রমনা থানায় একটি মামলা করেন। এ ঘটনায় এ পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে।

দুর্ঘটনার পর বাসটির চালক ইমরান সরদার (২৫) কে স্থানীয়রা ধাওয়া দিয়ে ধরে তাকে উত্তম-মধ্যম দেন। এরপর পুলিশে হস্তান্তর করেন। বর্তমানে দুদিনের রিমান্ডে রয়েছেন বাস চালক। তার বাড়ি পিরোজপুর সদরের কুমুড়িয়ায়।

ট্যাগ :
জনপ্রিয়

আপনাদের একটি ভোটই পারে বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসতে: ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল

রিমান্ডে ‘এসপি গোল্ডেন লাইন ’ বাস মালিক

প্রকাশিত : ০৮:৪৬:২৩ অপরাহ্ন, রবিবার, ৫ অগাস্ট ২০১৮

সাতক্ষীরা-ঢাকাগামী এসপি গোল্ডেন লাইন পরিবহনের মালিক মো. জুনায়েদ হোসেন লস্করের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আসাদুজ্জামান নূর রিমান্ডের এ আদেশ দেন।

এর আগে শনিবার রাতে সাতক্ষীরার লস্করপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান র‌্যাব-৩-এর অধিনায়ক লে. কর্নেল এমরানুল হাসান।

আদালত সূত্রে জানা গেছে, শুক্রবার রাজধানীর মগবাজার ওয়্যারলেস গেটের কাছে ‘এসপি গোল্ডেন লাইন’ পরিবহনের একটি মিনিবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সাইফুল নিহত হন। ঘটনার পরদিন তার বাবা বাদি হয়ে রমনা থানায় একটি মামলা করেন। এ ঘটনায় এ পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে।

দুর্ঘটনার পর বাসটির চালক ইমরান সরদার (২৫) কে স্থানীয়রা ধাওয়া দিয়ে ধরে তাকে উত্তম-মধ্যম দেন। এরপর পুলিশে হস্তান্তর করেন। বর্তমানে দুদিনের রিমান্ডে রয়েছেন বাস চালক। তার বাড়ি পিরোজপুর সদরের কুমুড়িয়ায়।