বিশ্ব ব্যাংকের নামে একটি ভুয়া ওয়েবসাইট খুলে বাংলাদেশের সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা চলছে বলে অভিযোগ উঠেছে। “wb-lb.org” নামের ওয়েবসাইট ও একাধিক ফেসবুক আইডি ব্যবহার করে এই চক্রটি লোন দেয়ার প্রতিশ্রুতি দিয়ে সাধারণ মানুষকে ফাঁদে ফেলছে।Facebook ID 1-https://www.facebook.com/profile.php?id=61578566001936Facebook ID 2-https://www.facebook.com/profile.php?id=61579591855905
ওই ওয়েবসাইটে বিশ্ব ব্যাংকের লোগো, বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ছবি এবং অফিসিয়াল ভাবধারার ডিজাইন ব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। প্রতারণার অংশ হিসেবে “Muhammad Mostafujur” নামের একজনকে “Loan Manager” পরিচয়ে ব্যবহার করা হয়েছে, যার আইডি নম্বর ৯১১০৫০৪৯৩৪ এবং ইমেইল “Mostafujur-credit@ওবি.org” দেখানো হয়েছে।
ভুক্তভোগী দৈনিক মানবাধিকার প্রতিদিন এর সিনিয়র স্টাফ রিপোর্টার এবং দৈনিক যুগান্তর বাংলাদেশ পত্রিকার মোঃ শাহজাহান বাশার জানান, লোনের প্রয়োজন থাকায় তিনি ওয়েবসাইটে যোগাযোগ করেন। পরবর্তীতে ফেসবুকের মাধ্যমে প্রদত্ত তথ্যে নিজের জাতীয় পরিচয়পত্রসহ সব ডকুমেন্ট জমা দেন। কিন্তু পরে সন্দেহ হলে তিনি বিষয়টি যাচাই করে দেখেন যে “wb-lb.org” কোনোভাবেই বিশ্ব ব্যাংকের অফিসিয়াল ডোমেইন নয়।
বিশ্ব ব্যাংকের প্রকৃত ওয়েবসাইট হলো www.worldbank.org ,যেখানে এই সাইটটির কোনো অনুমোদন বা সংযোগ নেই।
বিশেষজ্ঞদের মতে, এটি একটি ক্লাসিক ফিশিং ও প্রতারণার উদাহরণ, যেখানে বিখ্যাত প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে ব্যক্তিগত ও আর্থিক তথ্য হাতিয়ে নেয়া হয়।
তিনি বলেন, “আমি এই ভুয়া সাইট ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্ব ব্যাংক এবং বাংলাদেশ সরকারের কাছে লিখিত অভিযোগ দিচ্ছি। আশা করি দ্রুত ব্যবস্থা নেয়া হবে, যাতে কেউ আর প্রতারিত না হয়।”
বিশেষ সতর্কতা: সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা জানিয়েছেন, কেউ যেন এই ধরনের সাইটে ব্যক্তিগত তথ্য বা ডকুমেন্ট শেয়ার না করেন। প্রতারণার শিকার হলে দ্রুত পুলিশ, সাইবার ক্রাইম ইউনিট (CID) বা CERT BD-এর সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়।
ডিএস./




















