০১:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬

টি-২০ সিরিজ শিরোপা টাইগারদের জয়

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শিরোপা উঠেছে টাইগারদের হাতে। তৃতীয় ও শেষ ম্যাচে বৃষ্টি আইনে ১৯ রানে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতলো বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে হারলেও দ্বিতীয় ম্যাচে যুক্তরাষ্ট্রের মাটিতে ১২ রানের জয় তুলে সিরিজে সমতায় ফেরে বাংলাদেশ।

এদিন বৃষ্টি বিঘ্নিত ম্যাচে স্বাগতিকদেরকে ১৮৫ রানের টার্গেট দেয় টাইগাররা। ব্যাট করতে নেমে পাওয়ার প্লে’র ৬ ওভারেই তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। এরপর পাওয়েল-রামদিন জুটিতে প্রতিরোধ গড়ে তারা। রামদিনের বিদায়ের পর আন্দ্রে রাসেল ঝড়ে জয়ের সুবাস পেতে শুরু করে ক্যারিবীয়রা।

তবে ১৬ ও ১৭ তম ওভারে ব্র্যাথওয়েথ আর রাসেলের পর পর বিদায়ে টাইগার শিবিরে স্বস্তি নামে। রাসেলের বিদায়ের ওভারেই আবার হানা আনে বৃষ্টি। এরপর খেলা আর মাঠে গড়াতে পারেনি। যার ফলে ডার্ক লুইস পদ্ধতিতে ১৯ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে সাকিব-রুবেলরা। সেই সঙ্গে সিরিজ জিতে নেয় ২-১ ব্যবধানে।

ট্যাগ :
জনপ্রিয়

ভেড়ামারায় প্রশিক্ষণ কর্মশালা, অবহিতকরণ সভা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

টি-২০ সিরিজ শিরোপা টাইগারদের জয়

প্রকাশিত : ১০:৪৪:০৮ পূর্বাহ্ন, সোমবার, ৬ অগাস্ট ২০১৮

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শিরোপা উঠেছে টাইগারদের হাতে। তৃতীয় ও শেষ ম্যাচে বৃষ্টি আইনে ১৯ রানে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতলো বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে হারলেও দ্বিতীয় ম্যাচে যুক্তরাষ্ট্রের মাটিতে ১২ রানের জয় তুলে সিরিজে সমতায় ফেরে বাংলাদেশ।

এদিন বৃষ্টি বিঘ্নিত ম্যাচে স্বাগতিকদেরকে ১৮৫ রানের টার্গেট দেয় টাইগাররা। ব্যাট করতে নেমে পাওয়ার প্লে’র ৬ ওভারেই তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। এরপর পাওয়েল-রামদিন জুটিতে প্রতিরোধ গড়ে তারা। রামদিনের বিদায়ের পর আন্দ্রে রাসেল ঝড়ে জয়ের সুবাস পেতে শুরু করে ক্যারিবীয়রা।

তবে ১৬ ও ১৭ তম ওভারে ব্র্যাথওয়েথ আর রাসেলের পর পর বিদায়ে টাইগার শিবিরে স্বস্তি নামে। রাসেলের বিদায়ের ওভারেই আবার হানা আনে বৃষ্টি। এরপর খেলা আর মাঠে গড়াতে পারেনি। যার ফলে ডার্ক লুইস পদ্ধতিতে ১৯ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে সাকিব-রুবেলরা। সেই সঙ্গে সিরিজ জিতে নেয় ২-১ ব্যবধানে।