১১:১৪ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬

দুদকে চাপ প্রয়োগকারীর নাম প্রকাশ করা হবে: চেয়ারম‍্যান দুদক

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, দুর্নীতির কারণে সুশাসন সংকটে পড়ে। অনিয়মে মদদদাতা হিসেবে অনেক সময় রাজনীতিবিদদের ভূমিকা থাকে। দুর্নীতিবাজ ও ঘুষখোরদের নির্বাচিত করলে এমন সংকট আসবে। কাজেই দুর্নীতিবাজকে ভোট দেওয়া যাবে না।আগামী দিনে দুদকে চাপ প্রয়োগকারীদের নাম প্রকাশ করা হবে বলে ও জানান তিনি।

আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকালে সেগুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে দুদকের ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গণমাধ্যম কর্মীদের সাথে কমিশনের মতবিনিময় সভায় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এদিকে দুদকের চেয়ারম্যান বলেন, বিদেশে পাচার হওয়া টাকা ফেরত আনা অত্যন্ত কঠিন কাজ। এ বিষয়ে দুদক, বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করছে। পাচার হওয়া টাকা উদ্ধারের অগ্রগতি এখনো সন্তোষজনক নয়। চেষ্টা অব্যাহত আছে, তবে দেশের টাকা বাইরে নিতে যাদের সহযোগিতা লাগে, আগে তাদের চিহ্নিত করতে হবে। চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের দেওয়া কিছু বিবরণের ভিত্তিতে কোম্পানি গড়ে তুলে ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে টাকা বিদেশে পাচার করা হয়।

দুর্নীতির তদন্ত পাঁচ বছরেও শেষ না হওয়ার ও দুদকে ফাইল গায়েব হয়ে যাওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন দুদক কোনো বিচারকারী প্রতিষ্ঠান নয়। তবে, বিষয়টি খতিয়ে দেখে দ্রুতই আদালতে প্রতিবেদন দাখিলের উদ্যোগ নেওয়া হবে। তিনি আরো জানান,দুদকের ফাইল গায়েব যাতে না হয় সেই বিষয়ে সবার সোচ্চার থাকা জরুরি।

আজকের মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দুদক চেয়ারম্যান। বিশেষ অতিথি ছিলেন দুদকের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও সচিব মোহাম্মদ খালেদ রহীম,কমিশনারগণ মহাপরিচালকগণসহ গনমাধ্যমের সিনিয়র ব‍্যক্তিবর্গ।

ডিএস,/

ট্যাগ :
জনপ্রিয়

কৃষকের মেরুদণ্ড শক্তশালী হলে জাতির মেরুদণ্ড শক্তিশালী হবে: ফারজানা শারমিন পুতুল

দুদকে চাপ প্রয়োগকারীর নাম প্রকাশ করা হবে: চেয়ারম‍্যান দুদক

প্রকাশিত : ০৭:৪০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, দুর্নীতির কারণে সুশাসন সংকটে পড়ে। অনিয়মে মদদদাতা হিসেবে অনেক সময় রাজনীতিবিদদের ভূমিকা থাকে। দুর্নীতিবাজ ও ঘুষখোরদের নির্বাচিত করলে এমন সংকট আসবে। কাজেই দুর্নীতিবাজকে ভোট দেওয়া যাবে না।আগামী দিনে দুদকে চাপ প্রয়োগকারীদের নাম প্রকাশ করা হবে বলে ও জানান তিনি।

আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকালে সেগুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে দুদকের ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গণমাধ্যম কর্মীদের সাথে কমিশনের মতবিনিময় সভায় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এদিকে দুদকের চেয়ারম্যান বলেন, বিদেশে পাচার হওয়া টাকা ফেরত আনা অত্যন্ত কঠিন কাজ। এ বিষয়ে দুদক, বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করছে। পাচার হওয়া টাকা উদ্ধারের অগ্রগতি এখনো সন্তোষজনক নয়। চেষ্টা অব্যাহত আছে, তবে দেশের টাকা বাইরে নিতে যাদের সহযোগিতা লাগে, আগে তাদের চিহ্নিত করতে হবে। চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের দেওয়া কিছু বিবরণের ভিত্তিতে কোম্পানি গড়ে তুলে ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে টাকা বিদেশে পাচার করা হয়।

দুর্নীতির তদন্ত পাঁচ বছরেও শেষ না হওয়ার ও দুদকে ফাইল গায়েব হয়ে যাওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন দুদক কোনো বিচারকারী প্রতিষ্ঠান নয়। তবে, বিষয়টি খতিয়ে দেখে দ্রুতই আদালতে প্রতিবেদন দাখিলের উদ্যোগ নেওয়া হবে। তিনি আরো জানান,দুদকের ফাইল গায়েব যাতে না হয় সেই বিষয়ে সবার সোচ্চার থাকা জরুরি।

আজকের মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দুদক চেয়ারম্যান। বিশেষ অতিথি ছিলেন দুদকের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও সচিব মোহাম্মদ খালেদ রহীম,কমিশনারগণ মহাপরিচালকগণসহ গনমাধ্যমের সিনিয়র ব‍্যক্তিবর্গ।

ডিএস,/