বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় সীতাকুণ্ডের বিভিন্ন ইউনিয়নে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার দিনব্যাপী সীতাকুণ্ড উপজেলা ও পৌরসভা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের উদ্যোগে এসব আয়োজন সম্পন্ন হয়। এছাড়াও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক যুগ্ম-মহাসচিব অধ্যাপক লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরীর ভাটিয়ারীস্থ বাসভবনে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তার ব্যক্তিগত উদ্যোগে উপজেলার বিভিন্ন এতিমখানায় ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ কমল কদর, সাবেক যুগ্ম-আহবায়ক জহুরুল আলম জহুর, পৌরসভা বিএনপির আহবায়ক জাকির হোসেন, সদস্য সচিব ছালে আহাম্মদ ছলু, পৌর বিএনপির সাবেক আহবায়ক ইউসুফ নিজামী, মোরসালিন, নুরুল আনোয়ার চেয়ারম্যান, খোরশেদ আলম, মোজাহের উদ্দিন আশরাফ, অহিদুল ইসলাম চৌধুরী শরীফ, আবুল কালাম আজাদ, বদিউল আলম বদরুল, ফজলুল করিম চৌধুরী, সাহাব উদ্দিন রাজু, কমিশনার সেলিম, ছাত্রদল নেতা কোরবান আলী সাহেদ, ইসমাইল হোসেন সিরাজী, বাবলু, শহীদুল্লাহ ভূঁইয়া ও যুবদল নেতা জিয়াউদ্দিন জিয়াসহ প্রমুখ।
ডিএস./






















