কুমিল্লা জেলা পুলিশের বদলি হওয়া সকল অফিসার ইনচার্জদের (ওসি) সম্মানে এক হৃদয়ঘন বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তারা বিদায়ী কর্মকর্তাদের পেশাদারিত্ব, দায়িত্বশীলতা এবং আইন-শৃঙ্খলা রক্ষায় তাঁদের উল্লেখযোগ্য অবদানের কথা স্মরণ করেন।
শনিবার (০৬ ডিসেম্বর) পুলিশ সুপার, কুমিল্লা-এর সরকারি বাসভবনে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার নবাগত পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান, পিপিএম।
অনুষ্ঠানে আনিসুজ্জামান বলেন, বদলি একটি নিয়মিত চক্র হলেও প্রতিটি থানায় দায়িত্ব পালনকালে ওসিদের আন্তরিকতা ও নিষ্ঠা জনগণের আস্থাকে আরও সুদৃঢ় করেছে। তিনি আশা প্রকাশ করেন, নতুন কর্মস্থলেও সকলে একইভাবে পেশাগত দক্ষতা, সততা ও মানবিকতার সঙ্গে দায়িত্ব পালন করবেন।
বিদায়ী কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, “কুমিল্লা জেলার আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে অফিসার ইনচার্জবৃন্দের নিষ্ঠা, পেশাদারিত্ব ও আন্তরিকতা সত্যিই প্রশংসনীয়। তাঁদের সম্মিলিত প্রচেষ্টায় জেলা পুলিশের কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব হযে়ছে।”
তিনি বিদায়ী ওসিদের আগামীর কর্মস্থলে সফলতা, কল্যাণ ও নিরাপদ যাত্রা কামনা করেন।
অনুষ্ঠানে বিদায়ী অফিসার ইনচার্জগণ তাঁদের কর্মজীবনের অভিজ্ঞতা, স্মৃতিচারণ এবং জেলা পুলিশের সহযােগিতা ও সহযোগিতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), কুমিল্লা রাশেদুল হক চৌধুরী।
উক্উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), পংকজ বড়ুয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), সাইফুল মালিক, অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) মোহাম্মদ কামরুজ্জামান।
বিদায়ী কর্মকর্তারা জেলা পুলিশের পরিবারকে ধন্যবাদ জানিয়ে বলেন, কুমিল্লায় দায়িত্ব পালন তাঁদের জন্য স্মরণীয় হয়ে থাকবে। পরিশেষে পুলিশ সুপার কুমিল্লা জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী অফিসার ইনচার্জগণের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন থানা থেকে আগত পুলিশ সুপারবৃন্দ, থানার অফিসার ইনচার্জবৃন্দ এবং জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ডিএস./





















