নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি), নওগাঁ গত ০৬ ডিসেম্বর ২০২৫ তারিখে পৃথক পৃথক তিনটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এসব অভিযানে ৮ জন মাদক কারবারি ও সেবনকারীকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ও ইয়াবাসহ মাদক সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
রাত ০৯টা ৩০ মিনিটে নওগাঁ জেলার মান্দা থানাধীন কবুলপুর গ্রামে জনৈক এমদাদের বাড়ির সামনে অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি জেলার নিয়ামতপুর উপজেলার চক সাদাসিপ গ্রামের মৃত তাহেরের ছেলে সুজন (৪০)।
পরে রাত ১০টা ১০ মিনিটে নওগাঁ পৌর এলাকার শাফিন ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করা হয়। নওগাঁ সদর উপজেলার পার নওগাঁ হাজীপাড়া এলাকার আব্দুল মালেকের ছেলে ফয়সাল (২৭) ও বদলগাছি উপজেলার ভগবানপুর গ্রামের মৃত অ্যাসিরের ছেলে তরিকুল (৩৬)।
একই দিন রাত ১০টা ৪০ মিনিটে নওগাঁ পৌর এলাকার ঢাকা বাসস্ট্যান্ড সংলগ্ন হোটেল অবকাশের ৪০৬ নম্বর কক্ষ থেকে অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়। এ সময় ৫ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, নওগাঁ সদরের সিংগাতা এলাকার শাহাদত হোসেনের ছেলে আবু সাঈদ (৩১), শরিজপুর এলাকার শরিফুল মন্ডলের ছেলে সোহেল (৩২), কালিতলা এলাকার বিজয়ী রাজবংশীর ছেলে প্রকাশ রাজবংশী (৩২), নিয়ামতপুর উপজেলার বালাহার এলাকার আব্দুর রাজ্জাক এর ছেলে জাকির (৩২) ও নওগাঁ সদর উপজেলার চকপ্রসাদ এলাকার হারুন অর রশিদ এর ছেলে রিপন (৩২)।
এ প্রসঙ্গে নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “নওগাঁ জেলাকে মাদকমুক্ত করতে পুলিশের চলমান অভিযান আরও জোরদার করা হবে। মাদক কারবারিদের কোনো ছাড় দেওয়া হবে না। নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
ডিএস./





















