শরীয়তপুরের নবাগত পুলিশ সুপার রওনক জাহান জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেছেন। রবিবার (৭ ডিসেম্বর ২০২৫) বেলা সারে ১১ টায় পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শরীয়তপুর জেলায় কর্মরত সাংবাদিকগণ এবং জেলা ও থানায় কর্মরত পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এসময় নবাগত পুলিশ সুপার জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, কিশোর গ্যাং প্রতিরোধ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেছেন এবং সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন। এই সভা নতুন পুলিশ সুপারের যোগদানের পর করা হলো। যেখানে তিনি সাংবাদিকের সাথে পরিচিত হন এবং জেলার সার্বিক উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
নবাগত পুলিশ সুপার রওনক জাহান সাংবাদিকদের সাথে পরিচিত হন এবং একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপনের চেষ্টা করেন। এসময় জেলার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং ও যানজট নিরসনে পুলিশ ও সাংবাদিকদের যৌথ ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। পুলিশ সুপার জেলার উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। পুলিশ ও সাংবাদিকরা একসঙ্গে কাজ করে জনগণের সমস্যা সমাধানে সচেষ্ট থাকার অঙ্গীকার করেন। সভায় উপস্থিত সাংবাদিকদের অনেকে বলেন, এই ধরনের মতবিনিময় সভা পুলিশ ও গণমাধ্যমের মধ্যে একটি ইতিবাচক সম্পর্ক তৈরি করে। যা জেলার সার্বিক উন্নয়নে ভূমিকা রাখে।






















