বিউটি পার্লার’ নামটি শুনলেই সাধারণত চোখের সামনে ভেসে ওঠে নারীদের সাজগোজের চিত্র।কিন্তু রংপুর শহরের রাস্তায় এখন দেখা মিলছে একেবারেই ভিন্ন এক বিউটি পার্লারের-যেখানে সাজানো হয় মানুষের হাতের প্রিয় স্মার্টফোন। ব্যাটারি চালিত একটি অটো রিকশার ভেতর গড়ে তোলা হয়েছে এই ব্যতিক্রমী উদ্যোগ, যার নাম দেওয়া হয়েছে ‘স্মার্ট মোবাইল বিউটি পার্লার’।
অটোর ভেতর আধুনিক মোবাইল সার্ভিসিং-এই মোবাইল বিউটি পার্লারটি সম্পূর্ণ একটি ব্যাটারি চালিত অটো রিকশার ভেতরে স্থাপন করা। ছোট্ট পরিসরে আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় সাজানো এই দোকানে পাওয়া যাচ্ছে স্মার্টফোনের গরিলা গ্লাস, পলি, স্টিকার, স্কিন প্রটেক্টর, আকর্ষণীয় ব্যাক কভারসহ বিভিন্ন ধরনের মোবাইল যন্ত্রাংশ। অল্প সময়ের মধ্যেই গ্রাহকের পছন্দ অনুযায়ী মোবাইলকে নতুন রূপে সাজিয়ে দেওয়া হচ্ছে এখানে।
এই অভিনব উদ্যোগের উদ্যোক্তা রংপুর নগরীর মাহিগঞ্জ এলাকার তরুণ সুব্রত মোহন্ত। জীবনের শুরুতে তিনি একজন শিল্পী হিসেবে কাজ করলেও সেই পেশায় স্থায়ী হতে পারেননি। পরবর্তীতে স্টুডিও ব্যবসায় হাত দিলেও সেখানেও সফলতা ধরা দেয়নি। জীবিকার সন্ধানে এক সময় ঢাকায় গিয়ে ছোট পরিসরে মোবাইল যন্ত্রাংশ বিক্রির কাজ শুরু করেন তিনি।সেখান থেকেই মূলত মোবাইল ব্যবসার অভিজ্ঞতা অর্জন করেন সুব্রত।
সাইকেল থেকে অটো-এক স্বপ্নের যাত্রা-জীবিকার তাগিদে প্রথমে সাইকেলে করে মোবাইল যন্ত্রাংশ ও সার্ভিসিংয়ের কাজ শুরু করেন সুব্রত মোহন্ত। দীর্ঘদিনের পরিশ্রম ও সঞ্চয়ের ফলেই কিনতে সক্ষম হন একটি ব্যাটারি চালিত অটো রিকশা। সেই অটোর ভেতরেই গড়ে তোলেন একটি পূর্ণাঙ্গ মোবাইল সার্ভিসিং ও বিউটি পার্লার।
গ্রাহকের আস্থা ও নিরাপত্তার কথা ভেবে সুব্রত তার মোবাইল বিউটি পার্লারে একাধিক সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছেন। পুরো দোকানটি সিসিটিভির আওতায় থাকায় গ্রাহকরাও নিশ্চিন্তে তাদের দামী স্মার্টফোন সার্ভিসিং করাতে পারছেন।
রংপুর নগরীর ব্যস্ত সড়কের পাশে প্রায় প্রতিদিনই দেখা যায় এই ভ্রাম্যমাণ মোবাইল বিউটি পার্লার।পথচারী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কৌতূহল নিয়ে ভিড় করছেন এখানে।ব্যস্ত জীবনে সময় বাঁচিয়ে হাতের কাছেই মোবাইল সাজানোর সুযোগ পেয়ে খুশি ক্রেতারা।
রনি,লাবনী,মাহামুদসহ অনেক ক্রেতারা জানান,মোবাইল সাজাতে সাধারণত আলাদা করে দোকানে যেতে হয়। এতে সময় নষ্ট হয়। কিন্তু এই ভ্রাম্যমাণ দোকানের কারণে দ্রুত ও সহজেই কাজ সেরে নেওয়া যাচ্ছে। সময় ও ঝামেলা কম হওয়ায় তারা বেশ সন্তুষ্ট।
তরুণ উদ্যোক্তা সুব্রত মোহন্ত মনে করেন, আমাদের সমাজে অনেক শিক্ষিত ও অশিক্ষিত বেকার যুবক রয়েছেন। একটু চিন্তা-ভাবনা ও সাহস নিয়ে ছোট উদ্যোগ নিলে বেকারত্ব দূর করা সম্ভব। তার এই উদ্যোগ অন্য তরুণদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠতে পারে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।
রংপুর দোকান মালিক সমিতির সাধারন সম্পাদক জয়নাল আবেদীন জানান,ব্যাটারি চালিত অটোর ভেতর ‘স্মার্ট মোবাইল বিউটি পার্লার’-এমন ব্যতিক্রমী উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। নতুন চিন্তা,পরিশ্রম আর সাহস যে সফলতার পথ দেখাতে পারে, সুব্রত মোহন্ত তারই উজ্জ্বল উদাহরণ।
ডিএস./





















