০১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫

বিএসসির ৪৮তম বার্ষিক সভায় বাণিজ্যিক জাহাজ সংযোজন ও ভবিষ্যৎ পরিকল্পনা ঘোষণা

বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) ৪৮তম বার্ষিক সাধারণ সভা আজ সোমবার সকাল ১১টায় চট্টগ্রামের মরা বোট ক্লাবে অনুষ্ঠিত হয়েছে।

সভায় নৌপরিবহন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ও বিএসসি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন সভাপতিত্ব করেন। এছাড়া নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন্নাহার চৌধুরী, এনডিসি, প্রফেসর এম. শাহজাহান মিনা (স্বতন্ত্র পরিচালক), ড. আবদুর রহমান (স্বতন্ত্র পরিচালক), কোমোডোর মাহমুদুল মালেক (ব্যবস্থাপনা পরিচালক ও নির্বাহী পরিচালক, অর্থ), মোহাম্মদ আনোয়ার পাশা (নির্বাহী পরিচালক, বাণিজ্য), মোহাম্মদ ইউসুফ (নির্বাহী পরিচালক, প্রযুক্তি) এবং পরিষদ সচিব আবু সাফায়াত মুহাম্মদ শাহে দুল ইসলাম সহ বিএসসি পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্য ও শেয়ারহোল্ডারগণ উপস্থিত ছিলেন।

সভায় বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমজোর মাহমুদুল মালেক ২০২৪-২৫ অর্থ বছরের বার্ষিক প্রতিবেদনের সংক্ষিপ্ত চিত্র তুলে ধরেন। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বিএসসির পরিচালনা আয় ৫৯০.৯৮ কোটি টাকা এবং অন্যান্য খাত থেকে আয় ১০৭.৩০ কোটি টাকা, যার ফলে মোট আয় হয়েছে ৭৯৮.২৮ কোটি টাকা। মোট ব্যয় হয়েছে ৪১৬.২৭ কোটি টাকা, যার মধ্যে পরিচালনা ব্যয় ২৮৯.৯২ কোটি এবং প্রশাসনিক ও আর্থিক খাতের ব্যয় ১২৬.৪৫ কোটি টাকা। কর সমন্বয়ের পর নীট মুনাফা হয়েছে ৩০৬.৫৬ কোটি টাকা, যা সংস্থার ইতিহাসে সর্বোচ্চ।

বিএসসি পরিচালনা পর্ষদ ২০২৪-২৫ অর্থ বছরের নীট মুনাফা থেকে ২৫% নগদ লভ্যাংশ প্রদানের সুপারিশ করেছে। এছাড়া সংস্থা নিজস্ব অর্থায়নে জাহাজ ক্রয়ের পরিকল্পনা গ্রহণ করেছে।

২০২৪-২৫ অর্থ বছরে বিএসসির মোট সম্পদ ৩,৫৮২.৯২ কোটি টাকা এবং ঋণ ১,৯৮৩.৭৭ কোটি টাকা। কর্পোরেশনের শোর এষ্টাব্লিশমেন্টে অনুমোদিত জনবল ১,৫২১ জন, যাদের মধ্যে ২২৫ জন বর্তমানে কর্মরত। এফ্লোট এষ্টাব্লিশমেন্টে (জাহাজে) ১৪৭ জন কর্মকর্তা ও নাবিক কর্মরত রয়েছেন।

উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বলেন, বিএসসি বহরে বাণিজ্যিক জাহাজ সংযোজনসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে আন্তর্জাতিক শিপিং সংস্থা হিসেবে নিজেদের সক্ষমতা বৃদ্ধি করছে। চীন সরকারের ঋণ সহায়তায় নতুন প্রোডাক্ট অয়েল ট্যাংকার ও বাল্ক ক্যারিয়ার ক্রয় এবং নিজস্ব অর্থায়নে নতুন বাল্ক ক্যারিয়ার অর্জন প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়া ১২টি নতুন কন্টেইনার জাহাজ অর্জনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যার মধ্যে ৬টি জাহাজের নির্মাণ Asian Infrastructure Investment Bank (AIIB)-এর সহযোগিতায় চলমান।

সভায় বিএসসি মহাব্যবস্থাপক (প্রশাসন) সকল সহযোগী মন্ত্রণালয়, সংস্থা, বন্দরের কর্তৃপক্ষ ও মিডিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সভা সমাপ্ত করেন।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

বিএসসির ৪৮তম বার্ষিক সভায় বাণিজ্যিক জাহাজ সংযোজন ও ভবিষ্যৎ পরিকল্পনা ঘোষণা

প্রকাশিত : ০৪:২৯:০৪ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫

বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) ৪৮তম বার্ষিক সাধারণ সভা আজ সোমবার সকাল ১১টায় চট্টগ্রামের মরা বোট ক্লাবে অনুষ্ঠিত হয়েছে।

সভায় নৌপরিবহন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ও বিএসসি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন সভাপতিত্ব করেন। এছাড়া নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন্নাহার চৌধুরী, এনডিসি, প্রফেসর এম. শাহজাহান মিনা (স্বতন্ত্র পরিচালক), ড. আবদুর রহমান (স্বতন্ত্র পরিচালক), কোমোডোর মাহমুদুল মালেক (ব্যবস্থাপনা পরিচালক ও নির্বাহী পরিচালক, অর্থ), মোহাম্মদ আনোয়ার পাশা (নির্বাহী পরিচালক, বাণিজ্য), মোহাম্মদ ইউসুফ (নির্বাহী পরিচালক, প্রযুক্তি) এবং পরিষদ সচিব আবু সাফায়াত মুহাম্মদ শাহে দুল ইসলাম সহ বিএসসি পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্য ও শেয়ারহোল্ডারগণ উপস্থিত ছিলেন।

সভায় বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমজোর মাহমুদুল মালেক ২০২৪-২৫ অর্থ বছরের বার্ষিক প্রতিবেদনের সংক্ষিপ্ত চিত্র তুলে ধরেন। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বিএসসির পরিচালনা আয় ৫৯০.৯৮ কোটি টাকা এবং অন্যান্য খাত থেকে আয় ১০৭.৩০ কোটি টাকা, যার ফলে মোট আয় হয়েছে ৭৯৮.২৮ কোটি টাকা। মোট ব্যয় হয়েছে ৪১৬.২৭ কোটি টাকা, যার মধ্যে পরিচালনা ব্যয় ২৮৯.৯২ কোটি এবং প্রশাসনিক ও আর্থিক খাতের ব্যয় ১২৬.৪৫ কোটি টাকা। কর সমন্বয়ের পর নীট মুনাফা হয়েছে ৩০৬.৫৬ কোটি টাকা, যা সংস্থার ইতিহাসে সর্বোচ্চ।

বিএসসি পরিচালনা পর্ষদ ২০২৪-২৫ অর্থ বছরের নীট মুনাফা থেকে ২৫% নগদ লভ্যাংশ প্রদানের সুপারিশ করেছে। এছাড়া সংস্থা নিজস্ব অর্থায়নে জাহাজ ক্রয়ের পরিকল্পনা গ্রহণ করেছে।

২০২৪-২৫ অর্থ বছরে বিএসসির মোট সম্পদ ৩,৫৮২.৯২ কোটি টাকা এবং ঋণ ১,৯৮৩.৭৭ কোটি টাকা। কর্পোরেশনের শোর এষ্টাব্লিশমেন্টে অনুমোদিত জনবল ১,৫২১ জন, যাদের মধ্যে ২২৫ জন বর্তমানে কর্মরত। এফ্লোট এষ্টাব্লিশমেন্টে (জাহাজে) ১৪৭ জন কর্মকর্তা ও নাবিক কর্মরত রয়েছেন।

উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বলেন, বিএসসি বহরে বাণিজ্যিক জাহাজ সংযোজনসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে আন্তর্জাতিক শিপিং সংস্থা হিসেবে নিজেদের সক্ষমতা বৃদ্ধি করছে। চীন সরকারের ঋণ সহায়তায় নতুন প্রোডাক্ট অয়েল ট্যাংকার ও বাল্ক ক্যারিয়ার ক্রয় এবং নিজস্ব অর্থায়নে নতুন বাল্ক ক্যারিয়ার অর্জন প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়া ১২টি নতুন কন্টেইনার জাহাজ অর্জনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যার মধ্যে ৬টি জাহাজের নির্মাণ Asian Infrastructure Investment Bank (AIIB)-এর সহযোগিতায় চলমান।

সভায় বিএসসি মহাব্যবস্থাপক (প্রশাসন) সকল সহযোগী মন্ত্রণালয়, সংস্থা, বন্দরের কর্তৃপক্ষ ও মিডিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সভা সমাপ্ত করেন।

ডিএস./