ব্রাহ্মণবাড়িয়ায় ১৯টি ভূমিহীন ও অসহায় পরিবারের মাঝে আশ্রয়ণ প্রকল্পের জায়গাসহ বসত ঘর প্রদান করা হয়েছে। এর মধ্য দিয়ে আশ্রয়ন প্রকল্পের আওতায় আরও ১৯টি ভূমিহীন ও অসহায় পরিবার যেমন পেলে মুখে হাসি নিয়ে নতুন করে মাথা গোঁজার ঠিকানা। তেমনি
পেলো যেন বেঁচে থাকার নতুন অবলম্বন। গত মঙ্গলবার দুপুরে সদর উপজেলা পরিষদের নবনির্মিত কমপ্লেক্সে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মোহাম্মদ ইশতিয়াক ভূইয়া নিজ হাতে এসব অসহায় পরিবারের মাঝে জমির মালিকানা দলিল হস্তান্তর করেন।
এ সময় উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) নাসরিন সহ আরও অন্যান্যরা উপস্হিত ছিলেন।
এ ব্যাপারে ইউএনও সদর জানান, সদর উপজেলার সুলতানপুর ও রামরাইল এলাকার দুটি আশ্রয়ণ প্রকল্পে ঘর বরাদ্দ পাওয়ার পরও অজানা কারনে কিছু পরিবার সেই বরাদ্দকৃত আশ্রয়ন প্রকল্পের ঘরে বসবাস করছিলো না। তাই আমরা পুরো বিষয়টি আমাদের আমলে নিয়ে দীর্ঘ যাচাই-বাছাই শেষে তাদের বরাদ্দ বাতিল করে প্রকৃত ভূমিহীন ও অসহায় পরিবারগুলোর মাঝে এসব ঘর প্রদান কারার উদ্যোগ নেই। তারই অংশ হিসেবে আমরা আজ ভূমিহীন ও অসহায় ১৯ টি পরিবারের হাতে নতুন করে জমির মালিকানাসহ আশ্রয়ন প্রকল্পের ঘর তুলে দিতে সক্ষম হয়েছি। নতুন ১৯টি পরিবার জায়গাসহ ঘর পেয়ে অনেক খুশি ।
ডিএস./


























