সাতকানিয়া উপজেলার নলুয়া এলাকায় অবস্থিত সোনার বাংলা ব্রিক ফিল্ডে কৃষিজমির মাটি কাটার অভিযোগের ভিত্তিতে ২৭ ডিসেম্বর শনিবার দুপুরে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০–এর সংশ্লিষ্ট ধারায় সোনার বাংলা ব্রিক ফিল্ডকে ৩,০০,০০০ (তিন লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।
অভিযানে সার্বিক নিরাপত্তা ও সহযোগিতায় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যবৃন্দ।
উপজেলা প্রশাসন সাতকানিয়া জানিয়েছে, জনস্বার্থে অবৈধ মাটি কাটাসহ পরিবেশবিরোধী কার্যক্রমের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ডিএস/




















