০৯:১৭ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫

সকল গুঞ্জনের অবসান ঘটিয়ে চট্টগ্রাম-৪ আসনে চূড়ান্ত মনোনয়ন পেলেন আসলাম চৌধুরী

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম–৪ সীতাকুণ্ড, (আকবরশাহ ও পাহাড়তলী আংশিক) আসনে প্রাথমিকভাবে দেওয়া মনোনয়নে পরিবর্তন এনেছে বিএনপি। আসনটিতে বিএনপির সাবেক যুগ্ম-মহাসচিব ও চেয়ারপার্সনের উপদেষ্ট অধ্যাপক লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরীকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে।

গতকাল শনিবার সকাল সাড়ে ১১টার দিকে সীতাকুণ্ডের জলিল গেইট এলাকায় নিজ বাড়িতে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় দলীয় মনোনয়ন পাওয়ার চিঠি উপস্থিত নেতাকর্মীদের সামনে তুলে ধরেন আসলাম চৌধুরী। এর আগে গত বৃহস্পতিবার সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত চূড়ান্ত মনোনয়নপত্র গুলশানে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে গ্রহণ করেন আসলাম চৌধুরী।

উল্লেখ্য, গত ৩ নভেম্বর চট্টগ্রাম-৪ আসনে উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক কাজী সালাহউদ্দিনের নাম প্রাথমিকভাবে ঘোষণা করা হয়। তবে এরপর থেকেই সম্ভাব্য প্রার্থী পরিবর্তন নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। শেষ পর্যন্ত সব গুঞ্জনের অবসান ঘটিয়ে দলের চূড়ান্ত মনোনয়ন পেলেন অধ্যাপক লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ।

মতবিনিময় সভায় আসলাম চৌধুরী বলেন, ‘ইচ্ছে করেই একটু সময় নিয়েছি। সবাইকে ধৈর্য্যশীল ও সহনশীল হওয়ার জন্য। আশা করি, আজ থেকে আর কোনো সংশয়, দ্বিধা রইলো না।’

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘দল আমার ওপর যে আস্থা রেখেছে, তা আপনাদের ত্যাগের ফসল। আপনারা চেয়েছেন বলেই প্রাথমিকভাবে ঘোষিত প্রার্থী পরিবর্তন করে আমাকে চূড়ান্ত করেছে। আপনাদের এই আস্থা বিশ্বাসের মর্যাদা রাখার সর্বোচ্চ চেষ্টা করব। সেই সঙ্গে আপনাদেরও সব মতপার্থক্য ভুলে একযোগে কাজ করতে হবে।’

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, ডাঃ কমল কদর, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক জহুরুল আলম জহুর, পৌর বিএনপির সাবেক আহবায়ক ইউসুফ নিজামী, পৌর বিএনপির আহবায়ক জাকির হোসেন, সদস্য সচিব সালেহ আহম্মদ সলু, জেলা নেতা মঞ্জুরুল আলম মঞ্জু, চট্টগ্রাম উত্তর জেলা সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোহাম্মদ মোরসালিন, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক ফজলুল করিম চৌধুরী, এড. আইনুল কামালসহ চট্টগ্রাম-৪ নির্বাচনি এলাকার বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

দাউদকান্দিতে মেধাবী অন্বেষণ পরীক্ষার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সকল গুঞ্জনের অবসান ঘটিয়ে চট্টগ্রাম-৪ আসনে চূড়ান্ত মনোনয়ন পেলেন আসলাম চৌধুরী

প্রকাশিত : ০১:৫৭:১৬ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম–৪ সীতাকুণ্ড, (আকবরশাহ ও পাহাড়তলী আংশিক) আসনে প্রাথমিকভাবে দেওয়া মনোনয়নে পরিবর্তন এনেছে বিএনপি। আসনটিতে বিএনপির সাবেক যুগ্ম-মহাসচিব ও চেয়ারপার্সনের উপদেষ্ট অধ্যাপক লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরীকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে।

গতকাল শনিবার সকাল সাড়ে ১১টার দিকে সীতাকুণ্ডের জলিল গেইট এলাকায় নিজ বাড়িতে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় দলীয় মনোনয়ন পাওয়ার চিঠি উপস্থিত নেতাকর্মীদের সামনে তুলে ধরেন আসলাম চৌধুরী। এর আগে গত বৃহস্পতিবার সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত চূড়ান্ত মনোনয়নপত্র গুলশানে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে গ্রহণ করেন আসলাম চৌধুরী।

উল্লেখ্য, গত ৩ নভেম্বর চট্টগ্রাম-৪ আসনে উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক কাজী সালাহউদ্দিনের নাম প্রাথমিকভাবে ঘোষণা করা হয়। তবে এরপর থেকেই সম্ভাব্য প্রার্থী পরিবর্তন নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। শেষ পর্যন্ত সব গুঞ্জনের অবসান ঘটিয়ে দলের চূড়ান্ত মনোনয়ন পেলেন অধ্যাপক লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ।

মতবিনিময় সভায় আসলাম চৌধুরী বলেন, ‘ইচ্ছে করেই একটু সময় নিয়েছি। সবাইকে ধৈর্য্যশীল ও সহনশীল হওয়ার জন্য। আশা করি, আজ থেকে আর কোনো সংশয়, দ্বিধা রইলো না।’

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘দল আমার ওপর যে আস্থা রেখেছে, তা আপনাদের ত্যাগের ফসল। আপনারা চেয়েছেন বলেই প্রাথমিকভাবে ঘোষিত প্রার্থী পরিবর্তন করে আমাকে চূড়ান্ত করেছে। আপনাদের এই আস্থা বিশ্বাসের মর্যাদা রাখার সর্বোচ্চ চেষ্টা করব। সেই সঙ্গে আপনাদেরও সব মতপার্থক্য ভুলে একযোগে কাজ করতে হবে।’

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, ডাঃ কমল কদর, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক জহুরুল আলম জহুর, পৌর বিএনপির সাবেক আহবায়ক ইউসুফ নিজামী, পৌর বিএনপির আহবায়ক জাকির হোসেন, সদস্য সচিব সালেহ আহম্মদ সলু, জেলা নেতা মঞ্জুরুল আলম মঞ্জু, চট্টগ্রাম উত্তর জেলা সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোহাম্মদ মোরসালিন, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক ফজলুল করিম চৌধুরী, এড. আইনুল কামালসহ চট্টগ্রাম-৪ নির্বাচনি এলাকার বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ডিএস./