০৫:২৫ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

কালীগঞ্জে কনকনে শীতে মধ্যরাতে মানবতার চাদর: ভাসমান মানুষের পাশে ইউএনও

তীব্র শীতের হিমেল রাতে যখন নগরী নিস্তব্ধ, ঠিক তখনই খোলা আকাশের নিচে থাকা অসহায় মানুষের কাঁধে উষ্ণতার স্পর্শ পৌঁছে দিতে মাঠে নামে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ.টি.এম কামরুল ইসলাম।

রোববার (২৮ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার আড়িখোলা রেলওয়ে স্টেশন, কালীগঞ্জ পৌর এলাকার বাসস্ট্যান্ড সহ গুরুত্বপূর্ণ এলাকায় ভাসমান ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। এছাড়াও তিনি একই রাতে স্থানীয় বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় শিক্ষার্থীদের মাঝে নিজ হাতে কম্বল বিতরণ করেন।

শীতের প্রকোপ বাড়তে থাকায় সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর কষ্ট লাঘবে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই মানবিক কর্মসূচি বাস্তবায়ন করা হয়। মধ্যরাতের নির্জনতায় শহরের একাধিক স্থানে গিয়ে ঘুমন্ত মানুষদের শরীরে নিজ হাতে কম্বল জড়িয়ে দেন ইউএনও। শুধু সহায়তা দিয়েই থেমে থাকেননি, তাদের পাশে বসে কথা বলেন, শোনেন জীবনসংগ্রামের গল্প ও সমস্যার কথা। হঠাৎ রাতে প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তাকে কাছে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। এমন মানবিক উপস্থিতিতে স্বস্তি ও কৃতজ্ঞতা প্রকাশ করেন সুবিধাভোগীরা।

এ সময় ইউএনও’র সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, জনস্বাস্থ্য প্রকৌশলী আবুল হাসান আকাশ সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

কম্বল বিতরণ শেষে ইউএনও এ.টি.এম কামরুল ইসলাম বলেন, “মানুষের কষ্ট লাঘব করাই প্রশাসনের মূল দায়িত্ব। শীতের এই সময় যেন কেউ অবহেলায় কষ্ট না পায়, সেই লক্ষ্যেই আমাদের এই প্রয়াস। শীতকাল জুড়ে এ ধরনের সহায়তা কার্যক্রম আরও জোরদার করা হবে।”

উপজেলা প্রশাসন সূত্র জানিয়েছে, শীতের তীব্রতা বাড়লে কালীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় ধাপে ধাপে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চলমান থাকবে।

সরকারের এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিকরা। তারা মনে করছেন, এই ধরনের কার্যক্রম সমাজে মানবিকতা ও দায়িত্ববোধের দৃষ্টান্ত স্থাপন করছে।

ডিএস

ট্যাগ :
জনপ্রিয়

ব্যারিস্টার রুমিন ফারহানার মনোনয়নপত্র জমা

কালীগঞ্জে কনকনে শীতে মধ্যরাতে মানবতার চাদর: ভাসমান মানুষের পাশে ইউএনও

প্রকাশিত : ০৪:০৯:১৪ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

তীব্র শীতের হিমেল রাতে যখন নগরী নিস্তব্ধ, ঠিক তখনই খোলা আকাশের নিচে থাকা অসহায় মানুষের কাঁধে উষ্ণতার স্পর্শ পৌঁছে দিতে মাঠে নামে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ.টি.এম কামরুল ইসলাম।

রোববার (২৮ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার আড়িখোলা রেলওয়ে স্টেশন, কালীগঞ্জ পৌর এলাকার বাসস্ট্যান্ড সহ গুরুত্বপূর্ণ এলাকায় ভাসমান ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। এছাড়াও তিনি একই রাতে স্থানীয় বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় শিক্ষার্থীদের মাঝে নিজ হাতে কম্বল বিতরণ করেন।

শীতের প্রকোপ বাড়তে থাকায় সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর কষ্ট লাঘবে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই মানবিক কর্মসূচি বাস্তবায়ন করা হয়। মধ্যরাতের নির্জনতায় শহরের একাধিক স্থানে গিয়ে ঘুমন্ত মানুষদের শরীরে নিজ হাতে কম্বল জড়িয়ে দেন ইউএনও। শুধু সহায়তা দিয়েই থেমে থাকেননি, তাদের পাশে বসে কথা বলেন, শোনেন জীবনসংগ্রামের গল্প ও সমস্যার কথা। হঠাৎ রাতে প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তাকে কাছে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। এমন মানবিক উপস্থিতিতে স্বস্তি ও কৃতজ্ঞতা প্রকাশ করেন সুবিধাভোগীরা।

এ সময় ইউএনও’র সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, জনস্বাস্থ্য প্রকৌশলী আবুল হাসান আকাশ সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

কম্বল বিতরণ শেষে ইউএনও এ.টি.এম কামরুল ইসলাম বলেন, “মানুষের কষ্ট লাঘব করাই প্রশাসনের মূল দায়িত্ব। শীতের এই সময় যেন কেউ অবহেলায় কষ্ট না পায়, সেই লক্ষ্যেই আমাদের এই প্রয়াস। শীতকাল জুড়ে এ ধরনের সহায়তা কার্যক্রম আরও জোরদার করা হবে।”

উপজেলা প্রশাসন সূত্র জানিয়েছে, শীতের তীব্রতা বাড়লে কালীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় ধাপে ধাপে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চলমান থাকবে।

সরকারের এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিকরা। তারা মনে করছেন, এই ধরনের কার্যক্রম সমাজে মানবিকতা ও দায়িত্ববোধের দৃষ্টান্ত স্থাপন করছে।

ডিএস