রাজধানীর পূর্বাচল থেকে আটক চার মাদক ব্যবসায়ী এক বছর ধরে ইয়াবা ব্যবসার সাথে জড়িত বলে জানিয়েছেন র্যাবের আইন ও গণ্যমাধম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান।
বুধবার বেলা সাড়ে ১১টায় র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, মঙ্গলবার রাত সাড়ে ১১টায় পূর্বাচল এলাকা থেকে দুই লাখ ৬ হাজার ইয়াবাসহ মোঃ মানিক মিয়া (২৭), মোঃ আরিফ (২২), মোঃ মাসুম মিয়া (৪০) ও মোঃ আব্দু্ল খালেককে (২৮) আটক করা হয়।
তিনি আরো বলেন, তারা একটি ক্যাভার্ড ভ্যান ও ট্রাকে করে দুই লাখ ছয় হাজার পিস ইয়াবা নিয়ে ঢাকায় আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে।
তাদের সঙ্গে আরো ১৫-২০ জন জড়িত রয়েছে জানিয়ে মাহমুদ খান বলেন, বাকিদের গ্রেফতারে অভিযান চলছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মাদক ব্যবসায়ীরা বিভিন্ন কৌশল অবলম্বন করে তাদের কাযক্রম চালিয়ে যাচ্ছে। তবে তাদের নতুন কৌশলগুলোর তথ্যও আমাদের কাছে রয়েছে। এছাড়াও আটকদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী অভিযান চালানো হবে।

























