০৩:০৭ অপরাহ্ন, রবিবার, ০৪ জানুয়ারী ২০২৬

চট্টগ্রাম-৪ আসনে এমপি প্রার্থী আসলাম চৌধুরী ও আনোয়ার ছিদ্দিক’র মনোনয়ন বৈধ

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রাম–৪ সীতাকুণ্ড, (আকবরশাহ ও পাহাড়তলী আংশিক) আসনে দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জামায়াতে ইসলামীর দুই প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) সকালে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বিএনপি মনোনীত এমপি প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী এবং জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মোঃ আনোয়ার ছিদ্দিকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা ডাঃ মোঃ জিয়াউদ্দিন।

মনোনয়নপত্র বৈধ ঘোষণার সময় বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মোহাম্মদ আসলাম চৌধুরী ও আনোয়ার ছিদ্দিক’কে পাশাপাশি বসে থাকতে দেখা যায়। পরে উভয় প্রার্থী আদালত প্রাঙ্গণে উপস্থিত নেতা-কর্মীদের সঙ্গে উচ্ছ্বাস প্রকাশ করেন।

এ সময় আসলাম চৌধুরী উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ কমল কদর ও পৌর বিএনপির আহবায়ক জাকির হোসেনকে তার প্রস্তাবকারী ও সমর্থনকারী হিসেবে পরিচয় করিয়ে দেন।

উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক জহুরুল আলম জহুর বলেন, আসলাম চৌধুরীকে ঠেকাতে নানা ষড়যন্ত্র হয়েছিল। কিন্তু সব ষড়যন্ত্র ব্যর্থ করে তাকে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে।

অপরদিকে মনোনয়ন বৈধ ঘোষণার পর আনোয়ার ছিদ্দিক চৌধুরী বলেন, প্রশাসন নিরপেক্ষ থাকবে এবং সকল প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করবে এটাই আমাদের প্রত্যাশা

চট্টগ্রাম–৪ আসনে একজন স্বতন্ত্র প্রার্থীসহ মোট ১০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। তারা হলেন বিএনপি মনোনীত মোহাম্মদ আসলাম চৌধুরী, জামায়াতে ইসলামী মনোনীত মোঃ আনোয়ার ছিদ্দিক, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ দিদারুল মাওলা, গণ-অধিকার পরিষদের এ টি এম পারভেজ, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মোঃ জাকারিয়া খালেদ, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) মোঃ শহীদুল ইসলাম চৌধুরী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মোঃ মছিউদদৌলা, গণসংহতির জাহিদুল আলম, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোঃ সিরাজুদ্দৌলা এবং স্বতন্ত্র প্রার্থী মোঃ নুরুর রশীদ। এদের সবারই মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা ডাঃ মোঃ জিয়াউদ্দিন।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

চট্টগ্রাম-৪ আসনে এমপি প্রার্থী আসলাম চৌধুরী ও আনোয়ার ছিদ্দিক’র মনোনয়ন বৈধ

প্রকাশিত : ০৪:৫১:৩৭ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রাম–৪ সীতাকুণ্ড, (আকবরশাহ ও পাহাড়তলী আংশিক) আসনে দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জামায়াতে ইসলামীর দুই প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) সকালে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বিএনপি মনোনীত এমপি প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী এবং জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মোঃ আনোয়ার ছিদ্দিকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা ডাঃ মোঃ জিয়াউদ্দিন।

মনোনয়নপত্র বৈধ ঘোষণার সময় বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মোহাম্মদ আসলাম চৌধুরী ও আনোয়ার ছিদ্দিক’কে পাশাপাশি বসে থাকতে দেখা যায়। পরে উভয় প্রার্থী আদালত প্রাঙ্গণে উপস্থিত নেতা-কর্মীদের সঙ্গে উচ্ছ্বাস প্রকাশ করেন।

এ সময় আসলাম চৌধুরী উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ কমল কদর ও পৌর বিএনপির আহবায়ক জাকির হোসেনকে তার প্রস্তাবকারী ও সমর্থনকারী হিসেবে পরিচয় করিয়ে দেন।

উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক জহুরুল আলম জহুর বলেন, আসলাম চৌধুরীকে ঠেকাতে নানা ষড়যন্ত্র হয়েছিল। কিন্তু সব ষড়যন্ত্র ব্যর্থ করে তাকে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে।

অপরদিকে মনোনয়ন বৈধ ঘোষণার পর আনোয়ার ছিদ্দিক চৌধুরী বলেন, প্রশাসন নিরপেক্ষ থাকবে এবং সকল প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করবে এটাই আমাদের প্রত্যাশা

চট্টগ্রাম–৪ আসনে একজন স্বতন্ত্র প্রার্থীসহ মোট ১০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। তারা হলেন বিএনপি মনোনীত মোহাম্মদ আসলাম চৌধুরী, জামায়াতে ইসলামী মনোনীত মোঃ আনোয়ার ছিদ্দিক, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ দিদারুল মাওলা, গণ-অধিকার পরিষদের এ টি এম পারভেজ, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মোঃ জাকারিয়া খালেদ, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) মোঃ শহীদুল ইসলাম চৌধুরী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মোঃ মছিউদদৌলা, গণসংহতির জাহিদুল আলম, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোঃ সিরাজুদ্দৌলা এবং স্বতন্ত্র প্রার্থী মোঃ নুরুর রশীদ। এদের সবারই মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা ডাঃ মোঃ জিয়াউদ্দিন।

ডিএস./