১২:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬

কুষ্টিয়ায় ২৭টি মনোনয়ন বৈধ, ৬টি স্থগিত

কুষ্টিয়ার চারটি সংসদীয় আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দাখিল হওয়া মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ২৭টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে এবং ৬টি মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন এ তথ্য জানিয়েছেন।

রবিবার (৪ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ে প্রার্থীদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়। এ সময় কুষ্টিয়ার চারটি সংসদীয় আসনের প্রার্থীরা ছাড়াও তাদের দলীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। যাচাই-বাছাই কার্যক্রমকে ঘিরে জেলা প্রশাসক কার্যালয় এলাকায় ছিল উৎসুক জনতার ভিড়।

জেলা প্রশাসক জানান, কুষ্টিয়ার চারটি আসনে মোট ৩৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে প্রার্থীদের দেওয়া তথ্য, হলফনামা, প্রয়োজনীয় কাগজপত্র ও আইনগত বিষয়াদি যাচাই করে ২৭টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। অপরদিকে বিভিন্ন তথ্যগত ঘাটতি, অসম্পূর্ণ কাগজপত্র এবং বিধি অনুযায়ী শর্ত পূরণ না করায় ৬টি মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে।

তিনি আরও জানান, যেসব প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত হয়েছে, তারা নির্বাচন কমিশনের নির্ধারিত বিধি অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে আপিল করার সুযোগ পাবেন। আপিল নিষ্পত্তি শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

নির্বাচনী আইন অনুযায়ী পরবর্তী ধাপে প্রার্থিতা প্রত্যাহার, প্রতীক বরাদ্দসহ অন্যান্য কার্যক্রম সম্পন্ন করা হবে বলে জানান জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা।

ডিএস./

 

ট্যাগ :
জনপ্রিয়

কৃষকের মেরুদণ্ড শক্তশালী হলে জাতির মেরুদণ্ড শক্তিশালী হবে: ফারজানা শারমিন পুতুল

কুষ্টিয়ায় ২৭টি মনোনয়ন বৈধ, ৬টি স্থগিত

প্রকাশিত : ০৪:৩৩:৩৫ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬

কুষ্টিয়ার চারটি সংসদীয় আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দাখিল হওয়া মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ২৭টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে এবং ৬টি মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন এ তথ্য জানিয়েছেন।

রবিবার (৪ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ে প্রার্থীদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়। এ সময় কুষ্টিয়ার চারটি সংসদীয় আসনের প্রার্থীরা ছাড়াও তাদের দলীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। যাচাই-বাছাই কার্যক্রমকে ঘিরে জেলা প্রশাসক কার্যালয় এলাকায় ছিল উৎসুক জনতার ভিড়।

জেলা প্রশাসক জানান, কুষ্টিয়ার চারটি আসনে মোট ৩৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে প্রার্থীদের দেওয়া তথ্য, হলফনামা, প্রয়োজনীয় কাগজপত্র ও আইনগত বিষয়াদি যাচাই করে ২৭টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। অপরদিকে বিভিন্ন তথ্যগত ঘাটতি, অসম্পূর্ণ কাগজপত্র এবং বিধি অনুযায়ী শর্ত পূরণ না করায় ৬টি মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে।

তিনি আরও জানান, যেসব প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত হয়েছে, তারা নির্বাচন কমিশনের নির্ধারিত বিধি অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে আপিল করার সুযোগ পাবেন। আপিল নিষ্পত্তি শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

নির্বাচনী আইন অনুযায়ী পরবর্তী ধাপে প্রার্থিতা প্রত্যাহার, প্রতীক বরাদ্দসহ অন্যান্য কার্যক্রম সম্পন্ন করা হবে বলে জানান জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা।

ডিএস./