ব্রাহ্মণবাড়িয়ায় কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজলার রামরাইলে সোমবার (৫ জানুয়ারি) সকালে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো অন্তত চারজন।
নিহত ব্যক্তি হলেন ময়মনসিংহ জেলার ধোবাউড়ার ইদ্রিস আলীর ছেলে মোঃ দুলাল (৩৫)। আহতরা হলেন ধোবাউড়ার রুবেল মিয়া (৪০), কুমিল্লা দেবিদ্বারের শরীফ (২৫), ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের রীনা (৪৫) ও তার ছেলে ইমরান (২৩)।
এ ব্যাপারে খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শহরের কাউতলী থেকে ছেড়ে যাওয়া সিএনজি অটোরিকশার সঙ্গে বিপরীতমুখী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনার ঘটনা ঘটে। মৃত ব্যাক্তির লাশ জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে বলে তিনি জানান।
ডিএস,./




















