০৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ জানুয়ারী ২০২৬

২৪ ঘণ্টার মধ্যে ঘাতক ট্রাক্টরচালক গ্রেপ্তার, ট্রাক্টর জব্দ

নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁ সদর থানার অভিযানে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যুর ঘটনায় ঘাতক ট্রাক্টরচালককে ট্রাক্টরসহ গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার ০৪ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ সকাল আনুমানিক ৯টা ৩০ মিনিটে নওগাঁ সদর কোর্টের সামনে মেইন রোডে একটি ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আলী হাসান সরদার (৩৮) গুরুতর আহত হন। তাকে দ্রুত নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। নিহত আলী হাসান সরদার নওগাঁর রানীনগর সহকারী জজ আদালতে নিম্নমান সহকারী পদে কর্মরত ছিলেন।

ঘটনার পরপরই নওগাঁ সদর থানা পুলিশ নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। এ ঘটনায় পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম ঘাতককে দ্রুত গ্রেপ্তারের নির্দেশনা প্রদান করেন। দুর্ঘটনার পর ট্রাক্টরসহ চালক পালিয়ে যাওয়ায় সদর থানা পুলিশ ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ এবং তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ শুরু করে।

সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণের মাধ্যমে নওগাঁ সদর থানা পুলিশের একটি বিশেষ টিম ঘাতক চালককে শনাক্ত করতে সক্ষম হয়। এরই ধারাবাহিকতায় সোমবার ০৫ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে পালিয়ে থাকা অবস্থায় আসামি শ্রী সত্যেন কুমার (৩৪), পিতা- মৃত চিরঞ্জন, গ্রাম- দাঁদকান্দি হিন্দুপাড়া, থানা ও জেলা- নওগাঁকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে দুর্ঘটনায় ব্যবহৃত ঘাতক ট্রাক্টরটিও জব্দ করা হয়েছে।

নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং ট্রাফিক আইন কঠোরভাবে বাস্তবায়নে জেলা পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এ সময় সম্মানিত পথচারী, যাত্রীসাধারণ ও সকল চালকদের ট্রাফিক আইন মেনে সতর্কতার সঙ্গে সড়কে চলাচলের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়।

ডিএস./

 

 

ট্যাগ :
জনপ্রিয়

থাইল্যান্ড থেকে কেনা হচ্ছে ১ কোটি ৩৫ লাখ লিটার সয়াবিন তেল

২৪ ঘণ্টার মধ্যে ঘাতক ট্রাক্টরচালক গ্রেপ্তার, ট্রাক্টর জব্দ

প্রকাশিত : ০৪:৩৬:১৭ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬

নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁ সদর থানার অভিযানে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যুর ঘটনায় ঘাতক ট্রাক্টরচালককে ট্রাক্টরসহ গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার ০৪ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ সকাল আনুমানিক ৯টা ৩০ মিনিটে নওগাঁ সদর কোর্টের সামনে মেইন রোডে একটি ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আলী হাসান সরদার (৩৮) গুরুতর আহত হন। তাকে দ্রুত নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। নিহত আলী হাসান সরদার নওগাঁর রানীনগর সহকারী জজ আদালতে নিম্নমান সহকারী পদে কর্মরত ছিলেন।

ঘটনার পরপরই নওগাঁ সদর থানা পুলিশ নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। এ ঘটনায় পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম ঘাতককে দ্রুত গ্রেপ্তারের নির্দেশনা প্রদান করেন। দুর্ঘটনার পর ট্রাক্টরসহ চালক পালিয়ে যাওয়ায় সদর থানা পুলিশ ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ এবং তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ শুরু করে।

সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণের মাধ্যমে নওগাঁ সদর থানা পুলিশের একটি বিশেষ টিম ঘাতক চালককে শনাক্ত করতে সক্ষম হয়। এরই ধারাবাহিকতায় সোমবার ০৫ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে পালিয়ে থাকা অবস্থায় আসামি শ্রী সত্যেন কুমার (৩৪), পিতা- মৃত চিরঞ্জন, গ্রাম- দাঁদকান্দি হিন্দুপাড়া, থানা ও জেলা- নওগাঁকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে দুর্ঘটনায় ব্যবহৃত ঘাতক ট্রাক্টরটিও জব্দ করা হয়েছে।

নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং ট্রাফিক আইন কঠোরভাবে বাস্তবায়নে জেলা পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এ সময় সম্মানিত পথচারী, যাত্রীসাধারণ ও সকল চালকদের ট্রাফিক আইন মেনে সতর্কতার সঙ্গে সড়কে চলাচলের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়।

ডিএস./