আসন্ন গণভোট ২০২৬ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াতে নওগাঁ জেলায় পৌঁছেছে বহুল আলোচিত ‘ভোটের গাড়ি’। “দেশের চাবি আপনার হাতে” এই প্রতিপাদ্যকে ধারণ করে সরকারের উদ্যোগে সারা দেশের ন্যায় নওগাঁ জেলাতেও চলছে এই বিশেষ প্রচারণা কার্যক্রম।
নওগাঁ শহরের মুক্তির মোড় এলাকায় আয়োজিত এ প্রচারণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা নির্বাচন অফিসার, নওগাঁ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা ইবনুল আবেদীন। এছাড়াও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ ভোটাররা অনুষ্ঠানে অংশ নেন।
ভোটের গাড়িতে স্থাপিত ডিজিটাল ডিসপ্লে, সাউন্ড সিস্টেম ও ভিজ্যুয়াল কনটেন্টের মাধ্যমে ভোটারদের উদ্দেশ্যে তুলে ধরা হয় জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্ব, ভোটাধিকার প্রয়োগের নিয়ম, ভোটকেন্দ্রে করণীয় ও বর্জনীয়, গোপন ব্যালটের নিরাপত্তা, অবাধ ও সুষ্ঠু ভোট নিশ্চিত করতে সরকারের গৃহীত পদক্ষেপসহ নানা গুরুত্বপূর্ণ তথ্য উপাত্ত। পাশাপাশি নির্বাচন কমিশনের সরকারি নির্দেশনা অনুযায়ী ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোট প্রদানের আহ্বান জানানো হয়।
আয়োজকরা জানান, এই ভোটের গাড়ি দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত গিয়ে সাধারণ মানুষের কাছে নির্বাচন সংক্রান্ত বার্তা পৌঁছে দিচ্ছে। বিশেষ করে নতুন ভোটার ও প্রথমবার ভোটদানকারীদের মধ্যে সচেতনতা তৈরিতে এ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তারা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে সবার অংশগ্রহণমূলক ভোটই সবচেয়ে বড় হাতিয়ার। তাই গণভোট ২০২৬-এ প্রতিটি ভোটার যেন দায়িত্বশীলভাবে ভোটাধিকার প্রয়োগ করেন, সে লক্ষ্যেই এই প্রচারণা। নওগাঁ জেলাব্যাপী বিভিন্ন স্থানে পর্যায়ক্রমে ভোটের গাড়ির কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।
ডিএস./




















