০৫:০৮ অপরাহ্ন, বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬
ভোটার সমস্যার কথা তুলে ধরলেন আবু সুফিয়ান, তরুণদের জন্য কর্মসংস্থানের অঙ্গীকার

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চট্টগ্রামে খতমে কোরআন ও দোয়া মাহফিল

বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম প্রতীক, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বাদে জুহুর সড়ক ও জনপদ বিভাগের বিভাগীয় জামে মসজিদ, রহমতগঞ্জ, চট্টগ্রামে আয়োজিত এ দোয়া মাহফিলে সড়ক ও জনপদ ঠিকাদার সমিতি ও গণপূর্ত ঠিকাদার সমিতির নেতৃবৃন্দসহ বিএনপি এবং অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম–৯ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আবু সুফিয়ান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, সদস্য আনোয়ার হোসেন লিপু এবং সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ মহসিন, একরামুল হক ছুট্টু, সৈয়দ আবুল বশর ও নুরুল আলম।

এছাড়া উপস্থিত ছিলেন সড়ক ও জনপদের ঠিকাদার সমিতির সভাপতি ইউনুস চৌ হাকিম, সাধারণ সম্পাদক জামাল মোর্শেদ মুন্না, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আবদুল জলিল, এম এ হামিদ, মোহাম্মদ সিরাজদৌল্লা, মোহাম্মদ আলাউদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

গণপূর্ত ঠিকাদার সমিতির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি ওসমান আলী সেগুন, সাধারণ সম্পাদক তানভীর ইসলাম মামুন, সৈয়দ আবুল বশর, একরামুল হক ছুটটু, খলিল, মোহাম্মদ আনাছ, ইমতিয়াজ আহমেদ অপু, মোহাম্মদ মহসিন, বাপ্পি, রনিসহ নেতৃবৃন্দ ।

দোয়া মাহফিল শেষে প্রধান অতিথির বক্তব্যে আবু সুফিয়ান বলেন, “মরহুমা বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী নন, তিনি গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের অধিকার রক্ষার প্রতীক। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি আপসহীনভাবে গণতন্ত্রের জন্য লড়াই করে গেছেন। আজ তাঁর আত্মার মাগফিরাত কামনায় আমাদের এই দোয়া মাহফিল গণতান্ত্রিক আন্দোলনে নতুন করে শক্তি যোগাবে।”

চট্টগ্রাম–৯ আসনের ভোটারদের প্রধান সমস্যা সম্পর্কে তিনি বলেন,“এই এলাকার মানুষের মূল সমস্যা হচ্ছে কর্মসংস্থান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, নিরাপদ বসবাস ও নাগরিক সেবা থেকে বঞ্চিত হওয়া। দীর্ঘদিন ধরে জনগণের ভোটাধিকার না থাকায় তাদের কণ্ঠস্বর চাপা পড়ে আছে। আমি মাঠে ঘুরে মানুষের কথা শুনছি, সমস্যাগুলো চিহ্নিত করছি এবং নির্বাচিত হলে জনগণকে সঙ্গে নিয়েই সমাধানের পথে হাঁটবো।”

তরুণ ভোটারদের আস্থা অর্জনে নিজের পরিকল্পনা তুলে ধরে তিনি আরও বলেন,” তরুণরাই দেশের ভবিষ্যৎ। কিন্তু আজ তারা বেকারত্ব ও অনিশ্চয়তায় ভুগছে। আমরা তরুণদের জন্য কর্মসংস্থান, কারিগরি প্রশিক্ষণ, উদ্যোক্তা তৈরি এবং মেধাভিত্তিক রাজনীতির পরিবেশ গড়ে তুলতে চাই। তরুণদের ভোটাধিকার নিশ্চিত হলেই তারা রাষ্ট্র গঠনে সক্রিয় ভূমিকা রাখতে পারবে।”

তিনি বলেন, “আসন্ন নির্বাচনে জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠাই বিএনপির প্রধান লক্ষ্য। নতুন ভোটারদের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচনই পারে দেশকে সঠিক পথে ফিরিয়ে আনতে।”

দোয়া মাহফিল পরিচালনা করেন স্থানীয় ওলামায়ে কেরাম। শেষে দেশ ও জাতির কল্যাণ, গণতন্ত্র পুনরুদ্ধার এবং মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

নীলফামারীতে আরডিআরএস’র উদ্যোগে ‎শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

ভোটার সমস্যার কথা তুলে ধরলেন আবু সুফিয়ান, তরুণদের জন্য কর্মসংস্থানের অঙ্গীকার

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চট্টগ্রামে খতমে কোরআন ও দোয়া মাহফিল

প্রকাশিত : ০৪:৩০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬

বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম প্রতীক, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বাদে জুহুর সড়ক ও জনপদ বিভাগের বিভাগীয় জামে মসজিদ, রহমতগঞ্জ, চট্টগ্রামে আয়োজিত এ দোয়া মাহফিলে সড়ক ও জনপদ ঠিকাদার সমিতি ও গণপূর্ত ঠিকাদার সমিতির নেতৃবৃন্দসহ বিএনপি এবং অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম–৯ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আবু সুফিয়ান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, সদস্য আনোয়ার হোসেন লিপু এবং সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ মহসিন, একরামুল হক ছুট্টু, সৈয়দ আবুল বশর ও নুরুল আলম।

এছাড়া উপস্থিত ছিলেন সড়ক ও জনপদের ঠিকাদার সমিতির সভাপতি ইউনুস চৌ হাকিম, সাধারণ সম্পাদক জামাল মোর্শেদ মুন্না, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আবদুল জলিল, এম এ হামিদ, মোহাম্মদ সিরাজদৌল্লা, মোহাম্মদ আলাউদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

গণপূর্ত ঠিকাদার সমিতির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি ওসমান আলী সেগুন, সাধারণ সম্পাদক তানভীর ইসলাম মামুন, সৈয়দ আবুল বশর, একরামুল হক ছুটটু, খলিল, মোহাম্মদ আনাছ, ইমতিয়াজ আহমেদ অপু, মোহাম্মদ মহসিন, বাপ্পি, রনিসহ নেতৃবৃন্দ ।

দোয়া মাহফিল শেষে প্রধান অতিথির বক্তব্যে আবু সুফিয়ান বলেন, “মরহুমা বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী নন, তিনি গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের অধিকার রক্ষার প্রতীক। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি আপসহীনভাবে গণতন্ত্রের জন্য লড়াই করে গেছেন। আজ তাঁর আত্মার মাগফিরাত কামনায় আমাদের এই দোয়া মাহফিল গণতান্ত্রিক আন্দোলনে নতুন করে শক্তি যোগাবে।”

চট্টগ্রাম–৯ আসনের ভোটারদের প্রধান সমস্যা সম্পর্কে তিনি বলেন,“এই এলাকার মানুষের মূল সমস্যা হচ্ছে কর্মসংস্থান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, নিরাপদ বসবাস ও নাগরিক সেবা থেকে বঞ্চিত হওয়া। দীর্ঘদিন ধরে জনগণের ভোটাধিকার না থাকায় তাদের কণ্ঠস্বর চাপা পড়ে আছে। আমি মাঠে ঘুরে মানুষের কথা শুনছি, সমস্যাগুলো চিহ্নিত করছি এবং নির্বাচিত হলে জনগণকে সঙ্গে নিয়েই সমাধানের পথে হাঁটবো।”

তরুণ ভোটারদের আস্থা অর্জনে নিজের পরিকল্পনা তুলে ধরে তিনি আরও বলেন,” তরুণরাই দেশের ভবিষ্যৎ। কিন্তু আজ তারা বেকারত্ব ও অনিশ্চয়তায় ভুগছে। আমরা তরুণদের জন্য কর্মসংস্থান, কারিগরি প্রশিক্ষণ, উদ্যোক্তা তৈরি এবং মেধাভিত্তিক রাজনীতির পরিবেশ গড়ে তুলতে চাই। তরুণদের ভোটাধিকার নিশ্চিত হলেই তারা রাষ্ট্র গঠনে সক্রিয় ভূমিকা রাখতে পারবে।”

তিনি বলেন, “আসন্ন নির্বাচনে জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠাই বিএনপির প্রধান লক্ষ্য। নতুন ভোটারদের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচনই পারে দেশকে সঠিক পথে ফিরিয়ে আনতে।”

দোয়া মাহফিল পরিচালনা করেন স্থানীয় ওলামায়ে কেরাম। শেষে দেশ ও জাতির কল্যাণ, গণতন্ত্র পুনরুদ্ধার এবং মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

ডিএস./