বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন, লালমনিরহাট জেলা শাখার বার্ষিক সাধারণ সভা (AGM) অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) আলোরুপা কমিউনিটি সেন্টার লালমনিরহাটে বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন, লালমনিরহাট জেলা শাখার সভাপতি মোঃ আলাউদ্দিন আল আজাদের সভাপতিত্বে উক্ত বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট সিভিল সার্জন ডাঃ আব্দুল হাকিম।
বিশেষ অতিথি পরিবেশ অধিদপ্তর লালমনিরহাটের সহকারী পরিচালক বিজন কুমার রায়, প্রিজম ফাউন্ডেশন বাংলাদেশ রংপুর বিভাগের কো-অর্ডিনেটর ইসতাক মাহফুজ।
বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মাজেদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত বার্ষিক সাধারণ সভায় বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন লালমনিরহাট জেলা শাখার অনন্য নেতৃবৃন্দ সহ সাধারণ সদস্যগণ উপস্থিত ছিলেন।
ডিএস./
























