০৫:১১ অপরাহ্ন, শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬

ফরাসি সুপার কাপে নাটকীয় জয় পিএসজির

ছবি সংগৃহীত

ফরাসি সুপার কাপের ফাইনালে মার্শেইর বিরুদ্ধে শেষ মুহূর্তের নাটকীয়তার মাধ্যমে জয় তুলে নিয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। খেলায় তিন মিনিট বাকি থাকতে ২-১ গোলে এগিয়ে যাওয়া মার্শেইর শেষ মুহূর্তে সমতা ফিরে পায় পিএসজি, পরে টাইব্রেকারে ৪-১ ব্যবধানে জয় লাভ করে। এভাবেই মার্শেইর ১৪ বছর ধরে অপেক্ষিত ট্রফি জয়ের স্বপ্ন ভেঙে যায়।

খেলার শুরুতেই ১৩তম মিনিটে পিএসজির উসমান দেম্বেলে গোল করে দলের এগিয়ে নিয়ে যান। তবে দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে মার্শেইর ম্যাসন গ্রিনউড সমতা ফেরান। ৮৭ মিনিটে বাঁদিক থেকে হামেদ ত্রাওরের ক্রসে পিএসজি ডিফেন্ডার উইলিয়ান পাচোর আত্মঘাতী গোলে মার্শেইর লিড হয়। ইনজুরি টাইমের পঞ্চম মিনিটে গনসালো রামোসের গোলে পিএসজি সমতা এনে দেয়।

পেনাল্টি শুটআউটে পিএসজির গোলকিপার লুকাস শেভালিয়ের প্রথম দুটি শট ঠেকিয়ে দলের জয় নিশ্চিত করেন। এরপর দেসিরে দুয়ের নির্ধারক পেনাল্টিতে গোল করে পিএসজিকে চ্যাম্পিয়ন করে তোলে।

১৪ বছর ধরে ট্রফি জয়ের অপেক্ষায় থাকা মার্শেইর নির্ধারিত সময়েই জয় হাতছাড়া হওয়ায় এবং পরে টাইব্রেকারে হারায় ক্লাবের হতাশা স্পষ্ট দেখা গেছে। পিএসজি এই জয়ের মাধ্যমে গত ১৪টির মধ্যে ১৩তম ফরাসি সুপার কাপ জিতল। এই জয়ের মাধ্যমে পিএসজি তাদের আধিপত্য আবারও প্রমাণ করলো। আর মার্শেইরের জন্য এই হার একটি বড় ধাক্কা হিসেবে রয়ে গেল।

ডিএস./

জনপ্রিয়

বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন পবিপ্রবির প্রো-ভাইস চ্যান্সেলর

ফরাসি সুপার কাপে নাটকীয় জয় পিএসজির

প্রকাশিত : ১১:৫৬:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬

ফরাসি সুপার কাপের ফাইনালে মার্শেইর বিরুদ্ধে শেষ মুহূর্তের নাটকীয়তার মাধ্যমে জয় তুলে নিয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। খেলায় তিন মিনিট বাকি থাকতে ২-১ গোলে এগিয়ে যাওয়া মার্শেইর শেষ মুহূর্তে সমতা ফিরে পায় পিএসজি, পরে টাইব্রেকারে ৪-১ ব্যবধানে জয় লাভ করে। এভাবেই মার্শেইর ১৪ বছর ধরে অপেক্ষিত ট্রফি জয়ের স্বপ্ন ভেঙে যায়।

খেলার শুরুতেই ১৩তম মিনিটে পিএসজির উসমান দেম্বেলে গোল করে দলের এগিয়ে নিয়ে যান। তবে দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে মার্শেইর ম্যাসন গ্রিনউড সমতা ফেরান। ৮৭ মিনিটে বাঁদিক থেকে হামেদ ত্রাওরের ক্রসে পিএসজি ডিফেন্ডার উইলিয়ান পাচোর আত্মঘাতী গোলে মার্শেইর লিড হয়। ইনজুরি টাইমের পঞ্চম মিনিটে গনসালো রামোসের গোলে পিএসজি সমতা এনে দেয়।

পেনাল্টি শুটআউটে পিএসজির গোলকিপার লুকাস শেভালিয়ের প্রথম দুটি শট ঠেকিয়ে দলের জয় নিশ্চিত করেন। এরপর দেসিরে দুয়ের নির্ধারক পেনাল্টিতে গোল করে পিএসজিকে চ্যাম্পিয়ন করে তোলে।

১৪ বছর ধরে ট্রফি জয়ের অপেক্ষায় থাকা মার্শেইর নির্ধারিত সময়েই জয় হাতছাড়া হওয়ায় এবং পরে টাইব্রেকারে হারায় ক্লাবের হতাশা স্পষ্ট দেখা গেছে। পিএসজি এই জয়ের মাধ্যমে গত ১৪টির মধ্যে ১৩তম ফরাসি সুপার কাপ জিতল। এই জয়ের মাধ্যমে পিএসজি তাদের আধিপত্য আবারও প্রমাণ করলো। আর মার্শেইরের জন্য এই হার একটি বড় ধাক্কা হিসেবে রয়ে গেল।

ডিএস./