০৫:০৬ অপরাহ্ন, শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬

নওগাঁয় প্রশ্নফাঁস চক্রে এনএসআই–পুলিশের অভিযান, আটক ৯

নওগাঁয় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও পুলিশের যৌথ অভিযানে ৯ জনকে আটক করা হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে শহরের নীলসাগর হোটেল ও পোরশা রেস্ট হাউজে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

অভিযানকালে আটক ব্যক্তিদের কাছ থেকে ১১টি মোবাইল ফোন, একটি মানিব্যাগ এবং নগদ ৩৭ হাজার ৯৪৮ টাকা উদ্ধার করা হয়।

এনএসআই সূত্রে আটক ৯ জনের পরিচয় নিশ্চিত করা হলেও নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম দুপুর আড়াইটার দিকে ৮ জনকে আটকের তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে এবং তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য গণমাধ্যমকে জানানো হবে।

আটক ব্যক্তিদের মধ্যে ৬ জন পরীক্ষার্থী রয়েছেন। তারা হলেন নিয়ামতপুর উপজেলার বামইন গ্রামের আবুল বাসারের ছেলে মো. আবু সাইদ (৩১) এবং চন্ডীপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে সারোয়ার হোসেন (৩১); মহাদেবপুর উপজেলার জিওলি গ্রামের ফারাজুল ইসলামের ছেলে হাবিবুর রহমান (২৬) ও মালাহার গ্রামের লুৎফর রহমানের ছেলে ফারুক হোসেন (৩১); সাপাহার উপজেলার কওমি মাদ্রাসাপাড়ার মৃত ইউসুফ আলীর ছেলে আতাউর রহমান (৩০); এবং পোরশা উপজেলার দিঘা গ্রামের রাজ্জাক সরকারের মেয়ে রেহান জান্নাত (৩১)।

প্রশ্নফাঁস চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক দুজন হলেন পত্নীতলা উপজেলার শিবপুর গ্রামের সালেহ উদ্দীনের ছেলে মামুনুর রশিদ (৪১) এবং মহাদেবপুর উপজেলার জিওলি গ্রামের মৃত মোসলেম উদ্দীনের ছেলে আহসান হাবিব (৪০)।

এছাড়া অভিযানে এক অভিভাবককেও আটক করা হয়েছে। তিনি হলেন মহাদেবপুর উপজেলার জিওলি গ্রামের মৃত লাল মোহাম্মদের ছেলে ফারাজুল ইসলাম (৪৮)।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, প্রশ্নফাঁস চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্তে অভিযান ও তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

ডিএস ।

ট্যাগ :
জনপ্রিয়

বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন পবিপ্রবির প্রো-ভাইস চ্যান্সেলর

নওগাঁয় প্রশ্নফাঁস চক্রে এনএসআই–পুলিশের অভিযান, আটক ৯

প্রকাশিত : ০৪:৪৬:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬

নওগাঁয় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও পুলিশের যৌথ অভিযানে ৯ জনকে আটক করা হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে শহরের নীলসাগর হোটেল ও পোরশা রেস্ট হাউজে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

অভিযানকালে আটক ব্যক্তিদের কাছ থেকে ১১টি মোবাইল ফোন, একটি মানিব্যাগ এবং নগদ ৩৭ হাজার ৯৪৮ টাকা উদ্ধার করা হয়।

এনএসআই সূত্রে আটক ৯ জনের পরিচয় নিশ্চিত করা হলেও নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম দুপুর আড়াইটার দিকে ৮ জনকে আটকের তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে এবং তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য গণমাধ্যমকে জানানো হবে।

আটক ব্যক্তিদের মধ্যে ৬ জন পরীক্ষার্থী রয়েছেন। তারা হলেন নিয়ামতপুর উপজেলার বামইন গ্রামের আবুল বাসারের ছেলে মো. আবু সাইদ (৩১) এবং চন্ডীপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে সারোয়ার হোসেন (৩১); মহাদেবপুর উপজেলার জিওলি গ্রামের ফারাজুল ইসলামের ছেলে হাবিবুর রহমান (২৬) ও মালাহার গ্রামের লুৎফর রহমানের ছেলে ফারুক হোসেন (৩১); সাপাহার উপজেলার কওমি মাদ্রাসাপাড়ার মৃত ইউসুফ আলীর ছেলে আতাউর রহমান (৩০); এবং পোরশা উপজেলার দিঘা গ্রামের রাজ্জাক সরকারের মেয়ে রেহান জান্নাত (৩১)।

প্রশ্নফাঁস চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক দুজন হলেন পত্নীতলা উপজেলার শিবপুর গ্রামের সালেহ উদ্দীনের ছেলে মামুনুর রশিদ (৪১) এবং মহাদেবপুর উপজেলার জিওলি গ্রামের মৃত মোসলেম উদ্দীনের ছেলে আহসান হাবিব (৪০)।

এছাড়া অভিযানে এক অভিভাবককেও আটক করা হয়েছে। তিনি হলেন মহাদেবপুর উপজেলার জিওলি গ্রামের মৃত লাল মোহাম্মদের ছেলে ফারাজুল ইসলাম (৪৮)।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, প্রশ্নফাঁস চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্তে অভিযান ও তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

ডিএস ।