০৫:০৬ অপরাহ্ন, শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬

চট্টগ্রাম ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসবের উদ্বোধন করলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব এহছানুল হক

সীতাকুণ্ডের ফৌজদারহাটস্থ চট্টগ্রাম ডিসি পার্কে এক মাসব্যাপী ফুল উৎসবের উদ্বোধন করা হয়েছে। উৎসবের উদ্বোধন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব অনুষ্ঠানের প্রধান অতিথি মোঃ এহছানুল হক।

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা’র সভাপতিত্বে শুক্রবার (৯ জানুয়ারি) সকাল ১০টায় ফিতা কেটে, বেলুন ও কবুতর উড়িয়ে ফুল উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ উৎসব আগামী ৮ ফেব্রয়ারি পর্যন্ত চলবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডা. মোঃ জিয়াউদ্দিন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশ, চট্টগ্রাম পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন।

প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ এহছানুল হক বলেন, চট্টগ্রামের ফুলের যে মেলা এটা অনন্য। এত সুন্দর দৃশ্য দেখে আমি অনেক অভিভূত হয়েছি। এটি এক মাসব্যাপী চলবে, আমি আশা করি চট্টগ্রাম ছাড়াও বাহিরে থেকে অনেক ভ্রমণপিপাসুরা ফুলের সৌন্দর্য দেখতে আসবেন, তারা উপভোগ করবেন। সবার সহযোগিতায় এই অনুষ্ঠানটা আরো সুন্দর হবে, আনন্দমোখর হবে।

তিনি আরো বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। তাই সবাইকে বলবো যার যার পক্ষে সম্ভব আপনারা ভোট এবং গণভোট দুইটাকেই আনন্দমোখর করার চেষ্টা করবেন এবং অত্যন্ত নিরপেক্ষভাবে থেকে জাতিকে একটা সুন্দর নির্বাচন উপহার দিবেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (এল এ) মোঃ কামরুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ শরীফ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাখাওয়াত জামিল, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন সহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

এদিকে সীতাকুণ্ড উপজেলায় অবস্থিত ফৌজদারহাট সাগর উপকূলীয় বেড়িবাঁধ এলাকা এখন সাজ সাজ রব। এক সময়ে এখানে মাদকের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত লাভ করেছিল। তবে এই স্থানকে এখন ফুলের রাজ্য হিসেবে পরিণত করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসন।

এবার ডিসি পার্কে নতুন আকর্ষণ হিসেবে যুক্ত হয়েছে জিপ লাইন, ক্লাইম্বিং ট্রি, ট্রি হার্ট, বিগ ফ্লাওয়ার ট্রি, আমব্রেলা ট্রি, ফ্লাওয়ার টি। এছাড়াও এই উৎসবে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান কর্ণার এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ এর প্রচারণার একটি বিশেষ কর্ণারও রয়েছে।

এখন দূর হতে ওই স্থান থেকে রকমারি ১৪০ প্রজাতির দেশি-বিদেশি ফুলের সু-গন্ধ বাতাসে ভেসে বেড়াচ্ছে। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানের ভ্রমণপিপাসু শতশত নর-নারী ও দর্শনার্থীরা উদ্বোধনী অনুষ্ঠানে এখানে ঘুরতে এসে তারা মুগ্ধ হয়েছেন।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন পবিপ্রবির প্রো-ভাইস চ্যান্সেলর

চট্টগ্রাম ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসবের উদ্বোধন করলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব এহছানুল হক

প্রকাশিত : ০৪:৫৭:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬

সীতাকুণ্ডের ফৌজদারহাটস্থ চট্টগ্রাম ডিসি পার্কে এক মাসব্যাপী ফুল উৎসবের উদ্বোধন করা হয়েছে। উৎসবের উদ্বোধন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব অনুষ্ঠানের প্রধান অতিথি মোঃ এহছানুল হক।

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা’র সভাপতিত্বে শুক্রবার (৯ জানুয়ারি) সকাল ১০টায় ফিতা কেটে, বেলুন ও কবুতর উড়িয়ে ফুল উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ উৎসব আগামী ৮ ফেব্রয়ারি পর্যন্ত চলবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডা. মোঃ জিয়াউদ্দিন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশ, চট্টগ্রাম পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন।

প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ এহছানুল হক বলেন, চট্টগ্রামের ফুলের যে মেলা এটা অনন্য। এত সুন্দর দৃশ্য দেখে আমি অনেক অভিভূত হয়েছি। এটি এক মাসব্যাপী চলবে, আমি আশা করি চট্টগ্রাম ছাড়াও বাহিরে থেকে অনেক ভ্রমণপিপাসুরা ফুলের সৌন্দর্য দেখতে আসবেন, তারা উপভোগ করবেন। সবার সহযোগিতায় এই অনুষ্ঠানটা আরো সুন্দর হবে, আনন্দমোখর হবে।

তিনি আরো বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। তাই সবাইকে বলবো যার যার পক্ষে সম্ভব আপনারা ভোট এবং গণভোট দুইটাকেই আনন্দমোখর করার চেষ্টা করবেন এবং অত্যন্ত নিরপেক্ষভাবে থেকে জাতিকে একটা সুন্দর নির্বাচন উপহার দিবেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (এল এ) মোঃ কামরুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ শরীফ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাখাওয়াত জামিল, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন সহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

এদিকে সীতাকুণ্ড উপজেলায় অবস্থিত ফৌজদারহাট সাগর উপকূলীয় বেড়িবাঁধ এলাকা এখন সাজ সাজ রব। এক সময়ে এখানে মাদকের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত লাভ করেছিল। তবে এই স্থানকে এখন ফুলের রাজ্য হিসেবে পরিণত করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসন।

এবার ডিসি পার্কে নতুন আকর্ষণ হিসেবে যুক্ত হয়েছে জিপ লাইন, ক্লাইম্বিং ট্রি, ট্রি হার্ট, বিগ ফ্লাওয়ার ট্রি, আমব্রেলা ট্রি, ফ্লাওয়ার টি। এছাড়াও এই উৎসবে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান কর্ণার এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ এর প্রচারণার একটি বিশেষ কর্ণারও রয়েছে।

এখন দূর হতে ওই স্থান থেকে রকমারি ১৪০ প্রজাতির দেশি-বিদেশি ফুলের সু-গন্ধ বাতাসে ভেসে বেড়াচ্ছে। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানের ভ্রমণপিপাসু শতশত নর-নারী ও দর্শনার্থীরা উদ্বোধনী অনুষ্ঠানে এখানে ঘুরতে এসে তারা মুগ্ধ হয়েছেন।

ডিএস./