সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও শরিফ ওসমান হাদীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা নব গঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলার আয়োজনে (৯ জানুয়ারি) কুষ্টিয়া শিল্পকলা একাডেমির হলরুমে নব গঠিত কমিটির সদস্যদের পরিচিতি, অতিথি বৃন্দের বক্তব্য ও দোয়া অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমিটির যুগ্ম আহবায়ক কে এম রাইয়ানুর রহমান। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক নাজমুল হোসেন মিরাজ, জাতীয় নাগরিক পার্টিরকুষ্টিয়ার সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয় আলমাস হোসেন মামুন, জাতীয় শ্রমিক শক্তির আহবায়ক নিজাম উদ্দিন, আবুল হোসেন বাদশা, ছাত্র শক্তির সুজন মাহমুদ।
কুষ্টিয়া পলিটেকনিক ছাত্রদলের আহবায়ক কাদের ও সদস্য সচিব পিয়াশ আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী রাসেল পারভেজ। উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়া জেলা শাখার আহ্বায় সায়ার ইসলাম শ্রেষ্ঠ, সদস্য সচিব আসাদুজ্জামান আলী খান সহ নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।
এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমিটির নেতাকর্মীরা জানান তাদের মধ্যে কোন হিংসা নেই তারা শুধু দেশের জন্য কাজ করতে চায় অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে চান এবং দেশকে সুশৃংখল ভাবে গড়ে তোলার জন্য সাহায্য করতে চান। ২৪ শে জুলাই যেভাবে ছাত্র জনতা হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে এবং দেশকে স্বৈরাচার মুক্ত করতে সক্ষম হয়েছে ঠিক সেভাবে এখনো তারা রাজপথে থাকবেন এবং দেশটাকে স্বৈরাচার মুক্ত রেখে স্বাবলম্বী করতে সাহায্য করবেন। তাদের কোন রাজনৈতিক দলের প্রতি ক্ষোভ নেই। তারা সবাই একসঙ্গে মিলিতভাবে কাজ করতে চান দেশের জন্য। তারা আরো জানান কোন রাজনৈতিক দলের প্রতি তাদের কোন হিংসা প্রতিহিংসা নেই তারা সবাই একত্রিত হয়ে দেশে জন্য নিজেদেরকে সবসময় রাজপথে রাখবেন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন।
ডিএস./





















