রোটারি ক্লাব অব কুমিল্লা গোমতীর আয়োজনে নগরীর কান্দিরপাড়ে জুতা মেরামতকারী (মুচি) দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রবিবার (১১ জানুয়ারী) সকালে নগরীর কান্দির পাড়, চৌরঙ্গী মার্কেটের ২য় তলায় আমেরিকা প্রবাসী রোটারিয়ান শাহনেওয়াজ (শাহীন) এর সার্বিক সহযোগিতায় শীত মৌসুমে কর্মরত এসব শ্রমজীবী মানুষের কষ্ট লাঘবে মানবিক দায়িত্ববোধ থেকে এ উদ্যোগ নেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব গোমতীর সিপি রোটারিয়ান আলহাজ্ব মো আবদুর রহমান, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা আদর্শ সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার সুজীত বিহারী সেন, আরও উপস্থিত ছিলেন পিপি রোটা. মো: গোলাম রাব্বানী, পিপি রোটা. শহশহিদুল্লাহ তালুকদার, ভাইস প্রেসিডেন্ট রোটা. মো : ইসমাইল হোসেন, সেক্রেটারি মুর্শেদা আক্তার শিল্পীসহ ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত থেকে শীতবস্ত্র তুলে দেন এবং বলেন, সমাজের পিছিয়ে পড়া ও পরিশ্রমী মানুষের পাশে দাঁড়ানোই রোটারির মূল লক্ষ্য। এ সময় উপকারভোগীরা এ উদ্যোগের জন্য রোটারি ক্লাব অব কুমিল্লা গোমতীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ডিএস./




















