গতকাল রবিবার ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ছাত্রদল কর্মী সাদ্দাম হোসেন (৩৫) হত্যা মামলার প্রধান আসামি ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক (পদ স্থগিত) দেলোয়ার হোসেন দীলিপের ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে স্থানীয় জনতা। পাশাপাশি বিক্ষোভকারীরা তাকে দল থেকে স্থায়ী বহিষ্কারের দাবী জানানো হয়। সকাল ১১টার দিকে জেলা শহরের কান্দিপাড়া এলাকা থেকে নারী-পুরুষ গণজমায়েত হয়ে বিক্ষোভ মিছিলটি বের করে। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে সমাবেশ করে।
এসময় বক্তব্য রাখেন জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক অ াল আমিন, জেলা ট্রাক শ্রমিক মালিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল হাসনাত ভোজন, নিহত সাবেক ছাত্রদল নেতা সাদ্দামের মা খোদেজা বেগম, নিহতের স্ত্রী ফারজানা আক্তার তৃণা প্রমুখ।
সমাবেশে নিহত সাদ্দাম হোসেনের স্ত্রী ফারজানা আক্তার তৃণা বলেন, আমার স্বামীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ন্যায়বিচারের আশায় পথে নেমেছি। আর কোনো কালক্ষেপণ নয়, খুনির ফাঁসি চাই।
জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন বলেন, দলীয় পরিচয়ের আড়ালে কেউ যদি খুনের মতো জঘন্য অপরাধ করে, তার দায় দল নেবে না। অবিলম্বে দীলিপকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করতে হবে এবং আইন অনুযায়ী ফাঁসি কার্যকর করতে হবে।
বক্তারা দেলোয়ার হোসেন দীলিপের বিচার ও ফাঁসি কার্যকরের দাবিতে সাত দিনের আল্টিমেটাম ঘোষণা করেন। অন্যথায় লাগাতার ও কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয় সমাবেশে।
উল্লেখ্য, গত ২৮ নভেম্বর (শুক্রবার) রাতে নিহত সাদ্দাম হোসেনের পিতা মোস্তফা কামাল ওরফে মস্ত মিয়া বাদি হয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক দেলোয়ার হোসেন দিলীপকে প্রধান আসামী করে সদর মডেল থানায় ৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। পরে ১ ডিসেম্বর রাতে র্যাব সদস্যরা রাজধানী বাসাবো এলাকা থেকে দেলোয়ার হোসেন দিলীপ ও তার সহযোগী বাবুলকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত দিলীপের বিরুদ্ধে হত্যা সহ ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় অন্তত ১৯টি মামলা ।
ডিএস./



















