ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী পনির উদ্দিন আহমেদ এর মনোনয়নপত্র বৈধ ঘোষণা পেয়েছেন। মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে করা আপিল নির্বাচন কমিশন মঞ্জুর করেছেন, ফলে তিনি জাতীয় পার্টির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে পারবেন।
গত শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে অনুষ্ঠিত আপিল শুনানির পর এই সিদ্ধান্ত জানানো হয়। পনির উদ্দিন বলেন, “এই এক সপ্তাহ আমার জন্য বিশেষ অভিজ্ঞতা ছিল। দেশে-বিদেশ থেকে অনেকেই দোয়া ও শুভকামনা জানিয়েছেন। মনোনয়ন ফিরে পাওয়ায় নির্বাচন কমিশনের প্রতি আমি কৃতজ্ঞ।”
এর আগে স্থানীয় পর্যায়ে মনোনয়নপত্র যাচাই-বাছাইতে তাঁর মনোনয়ন বাতিল করা হয়েছিল। আপিলের শুনানি সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলেছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে মোট ৬৪৫টি আপিল জমা পড়েছে, যার মধ্যে ১৭৬টি শেষ দিন জমা পড়েছিল। শুনানি ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে এবং এরপর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
ডিএস,.



















